Hamas Hostage Release: ৫০ দিন পর হামাসের হাত থেকে মুক্তি, বাবাকে একছুটে জড়িয়ে ধরল খুদে পণবন্দি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 26, 2023 | 8:16 AM

Israel Hamas Conflict: ইজরায়েল সরকারের তরফে জানানো হয়েছে, ৬ জন মহিলা, ৭ জন শিশু ও কিশোরকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধ শুরুর দিন থেকে, বিগত ৫০ দিন ধরে হামাসের হাতে বন্দি ছিল এরা। রেড ক্রস সংগঠনের প্রতিনিধিরা অপহৃতদের মিশরে নিয়ে আসেন। সেখান থেকে রাফা সীমান্ত দিয়ে ইজরায়েলে ফেরেন তাঁরা।

Hamas Hostage Release: ৫০ দিন পর হামাসের হাত থেকে মুক্তি, বাবাকে একছুটে জড়িয়ে ধরল খুদে পণবন্দি
পণবন্দি দুই শিশুকে নিয়ে আসছে হামাস।
Image Credit source: Twitter

Follow Us

গাজা সিটি: দীর্ঘক্ষণ টালবাহানা। যুদ্ধবিরতি প্রায় ভাঙতেই গিয়েছিল ইজরায়েল, সেই সময়েই ১৭ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস। প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী শনিবার রাতে শর্ত অনুযায়ী ১৩ জন ইজরায়েলি বন্দি ও ৪ জন বিদেশি পণবন্দিকে মুক্তি দেয়। তাদের রেড ক্রস সংগঠনের হাতে তুলে দেয় হামাস। মিশরের পথ ধরে তাদের ইজরায়েলে ফিরিয়ে আনা হয়েছে। ইজরায়েলি সেনা আইডিএফের তরফেও এই কথা জানানো হয়েছে।

শনিবার রাতে ইজরায়েল সেনা বাহিনীর তরফে জানানো হয়, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস বন্দি থাকা ১৩ জন ইজরায়েলি নাগরিক ও ৪ জন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে। প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার পর আইডিএফ সেনা জওয়ানদের নিরাপত্তায় তাদের ইজরায়েলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই পরিবারের সঙ্গে একত্রিত হন পণবন্দিরা।

ইজরায়েল সরকারের তরফে জানানো হয়েছে, ৬ জন মহিলা, ৭ জন শিশু ও কিশোরকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধ শুরুর দিন থেকে, বিগত ৫০ দিন ধরে হামাসের হাতে বন্দি ছিল এরা। রেড ক্রস সংগঠনের প্রতিনিধিরা অপহৃতদের মিশরে নিয়ে আসেন। সেখান থেকে রাফা সীমান্ত দিয়ে ইজরায়েলে ফেরেন তাঁরা।

পরিবারের সঙ্গে মিলিত হল পণবন্দি।

প্রসঙ্গত, গত সপ্তাহেই হামাসের প্রস্তাব মেনে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজরায়েল। চারদিনের যুদ্ধবিরতি ও ইজরায়েলে বন্দি থাকা ১৫০ প্য়ালেস্তাইনী নাগরিককে মুক্তির বিনিময়ে ৫০ জন পণববন্দিকে মুক্তি দিতে রাজি হয় হামাস। শনিবার ছিল বন্দিদের মুক্তি দেওয়ার দ্বিতীয়দিন। একদিনের দেরিতে, প্রথমদিন প্রায় সময় মতোই বন্দিদের মুক্তি দিয়েছিল হামাস। কিন্তু গতকাল নির্ধারিত সময়ের পর দীর্ঘক্ষণ কেটে যাওয়া সত্ত্বেও পণবন্দিদের মুক্তি দিচ্ছিল না হামাস। ফলে যুদ্ধবিরতি ভাঙার পথেই এগোচ্ছিল ইজরায়েল। শেষ মুহূর্তে বন্দিদের মুক্তি দেয় হামাস।

Next Article