AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Passport: শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০ নম্বরে ভারত, ভিসা ছাড়াই যাওয়া যাবে এই দেশগুলিতে

Henley Passport Index: গত পাঁচ বছর ধরে এই তালকার শীর্ষে ছিল জাপান। তবে এবার তারা এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তিন ইউরোপীয় দেশ - জার্মানি, ইটালি এবং স্পেন।

Indian Passport: শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৮০ নম্বরে ভারত, ভিসা ছাড়াই যাওয়া যাবে এই দেশগুলিতে
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 8:08 PM
Share

লন্ডন: এক বছরে পাঁচ ধাপ এগোল ভারতীয় পাসপোর্ট। মঙ্গলবার (১৮ জুলাই) ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’ তাদের সর্বশেষ পাসপোর্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই তালিকায় ভারতীয় পাসপোর্ট রয়েছে ৮০তম স্থানে। ২০২২-এ ভারতীয় পাসপোর্ট ছিল ৮৫তম স্থানে। পাঁচ ধাপ এগোনোর ফলে, ভারতীয়রা এখন ভিসা ছাড়াই ৫৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। ভারতের সঙ্গে একই ক্রমে রয়েছে টোগো এবং সেনেগালের মতো দেশের পাসপোর্টও। এদিকে দীর্ঘ ৫ বছর পর, পাসপোর্ট ব়্যাঙ্কিং তালিকার প্রথম স্থান থেকে সরে গেল জাপান। বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের। সিঙ্গাপুরবাসীরা এখন তাঁদের পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৯২টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। ২০২১ সালেও এই তালিকার শীর্ষে ছিল সিঙ্গাপুর।

গত পাঁচ বছর ধরে এই তালকার শীর্ষে ছিল জাপান। তবে এবার তারা এই তালিকায় তৃতীয় স্থানে নেমে গিয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তিন ইউরোপীয় দেশ – জার্মানি, ইটালি এবং স্পেন। এই তিন দেশের নাগরিকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন ১৯০টি দেশে। তৃতীয় স্থানে জাপান ছাড়া আছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন। এই দেশগুলির নাগরিকরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৯টি দেশে। প্রায় এক দশক আগে, ২০১৪ সালে, এই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গত বছর তারা ছিল ৬ নম্বর স্থানে। এবার তারা আরও দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে এসেছে। আর ব্রিটেন গত বারের থেকে দুই ধাপ এগিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। তালিকার প্রথম ১০ স্থানে রয়েছে মোট ৩৪টি দেশ।

এই তালিকার সবথেকে নীচে রয়েছে তালিবান শাসিত আফগানিস্তান। আফগান পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে যাওয়া যাবে। পাকিস্তান আছে আফগানিস্তানের দুই ধাপ আগে, ১০০তম স্থানে। পাক পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যাবে ৩৩ দেশে। নেপাল আছে ৯৮তম স্থানে, বাংলাদেশ ৯৬তম, শ্রীলঙ্কা ৯৫তম, ভুটান ৮৪তম, চিন ৬৩তম স্থানে। চিনা পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যাবে ৮০টি দেশে।

৮০তম স্থানে থাকা ভারতীয় পাসপোর্ট নিয়ে এখন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, রোয়ান্ডা, জামাইকা এবং শ্রীলঙ্কার মতো বিশ্বের ৫৭টি দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে। কোনও কোনও দেশে ভিসা-অন-অ্যারাইভাল, অর্থাৎ, সেই দেশে পৌঁছনোর পর ভিসা করার সুবিধা পাওয়া যাবে। তবে, এখনও বিশ্বের ১৭৭টি দেশে প্রবেশের জন্য ভারতীয়দের আগে থেকে ভিসা করাতে হবে। এর মধ্যে রয়েছে, চিন, জাপান, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি।