Russia-Ukraine War: দুটো অস্কারের একটা ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে তুলে দিলেন হলিউড তারকা, কারণ জানেন?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 11, 2022 | 4:47 PM

Russia-Ukraine Conflict: মঙ্গলবার তাঁর পাওয়া দুটি অস্কারের মধ্যে একটি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির হাতে তুলে দিয়েছেন সিয়ান।

Russia-Ukraine War: দুটো অস্কারের একটা ইউক্রেনের প্রেসিডেন্টের হাতে তুলে দিলেন হলিউড তারকা, কারণ জানেন?
ছবি: সোশ্যাল মিডিয়া

Follow Us

কিয়েভ: প্রায় ৭ মাসেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) চলছে। ইউরোপের এই রক্তক্ষয়ী যুদ্ধের জন্য গোটা বিশ্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাঠগড়ায় তোলা হয়েছে। এরমধ্যেই অবাক করা এক কাণ্ড ঘটালেন অস্কারজয়ী অভিনেতা সিয়ান পেন। মঙ্গলবার তাঁর পাওয়া দুটি অস্কারের মধ্যে একটি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির হাতে তুলে দিয়েছেন সিয়ান। সংহতির প্রতীক হিসেবেই জ়েলেনস্কির হাতে ওই পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন পেন। তিনি জানিয়েছেন, অস্কার অ্যাওয়ার্ড তুলে দিয়ে তিনি নিজেকে ‘শক্তিশালী’ অনুভব করছেন।

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের পর এই নিয়ে তৃতীয়বারের জন্য যুদ্ধ বিধ্বস্ত দেশে গিয়েছিলেন সিয়ান পেন। ৬২ বয়সী অভিনেতা-পরিচালক আশাবাদী যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই শেষমেশ জয়ের হাসি হাসবে ইউক্রেনই।

জ়েলেনস্কির অফিসের তরফে প্রকাশিত ভিডিয়োতে পেনের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্টের কথোপকথ শোনা গিয়েছে। জ়েলেনস্কিকে পেন বলেন, “এটা আপনার জন্য। আমি দারুণ অনুভব করছি। আমি জানি, শুনতে খুব বোকা বোকা লাগলেও এটা আপনার হাতে তুলে দিতে পেরে দারুণ লাগছে এবং নিজেকে শক্তিশালী বলে মনে হচ্ছে। আশা করি যুদ্ধ আপনারাই জয়ী হবে।” অস্কার অ্যাওয়ার্ড তুলে দিতে চাইলও তা নিতে অস্বীকার করেন জ়েলেনস্কি। তিনি বলেন, “এটা আপনার। কিন্তু আপনার এই ব্যবহার আমার খুব ভাল লেগেছে, আমি সম্মানিত হয়েছি। আমাদের এই যুদ্ধ জিততেই হবে।”

জ়েলেনস্কির মন্তব্যের জবাবে পেন বলেন, “আপনি যখন যুদ্ধ জিতবেন, তখন এটা নিয়ে মালিবুতে চলে আসবেন।” পেনের এই ব্যবহারে সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন জ়েলেনস্কি। পোস্টে তিনি লেখেন, “আমাদের জয়ের প্রতি বিশ্বাস রেখে সিয়ান পেন আমাদের এটা দিয়েছেন। যুদ্ধ জয়ী হওয়া অবধি এই অ্যাওয়ার্ড ইউক্রেনেই থাকবে।” পেনকেও ইউক্রেনের তরফে অর্ডার অব মেরিট ৩ ডিগ্রি দেওয়া হয়েছে।

উল্লেখ্যে, সাত মাসেরও বেশি সময় ধরে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ চললেও এখনও অবধি যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। রুশ আক্রমণে ছবির মতো সুন্দর ইউক্রেনের বিধ্বস্ত অবস্থা। প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে সমস্যার মুখোমুখি হলেও পরবর্তী সময়ে রাশিয়ায় দখল করা জমি পুনরুদ্ধার করেছে ইউক্রেন সেনা। আগামী দিনে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার।

Next Article