ঢাকা: মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্য করছিল ভারত। ভারতের সহায়তা না থাকলে হয়তো বাংলাদেশের স্বাধীনতা অর্জন এত সহজ হত না। তবে স্বাধীনতার পর ধীরে ধীরে নিজেদের সেনাবাহিনী মজবুত করেছে বাংলাদেশ। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মানববিহীন ড্রোন- বাংলাদেশের সামরিক বাহিনীতে বিভিন্ন দেশের অস্ত্র সরঞ্জাম যোগ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সামরিক ক্ষমতা কত জানেন?
সম্প্রতিই বিশ্বের সামরিক শক্তির পরিসংখ্যান প্রকাশ করেছে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স। এই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, তৃতীয় স্থানে চিন। চতুর্থ স্থানে রয়েছে ভারত। সেই তালিকায় অনেকটাই নীচে রয়েছে বাংলাদেশ। বিশ্বের সামরিক শক্তির তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ৩৭ নম্বরে। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৪০ নম্বরে। অর্থাৎ এক বছরেই তিন ধাপ এগিয়ে গিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে বিগত পাঁচ বছরে ক্ষেপণাস্ত্র সিস্টেম, ড্রোন, রণতরী সব ২৩ ধরনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম যোগ করা হয়েছে। চিন, তুরস্ক সহ ১২টি দেশ থেকে এই অস্ত্র সরঞ্জাম ক্রয় করেছে। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সেনায় আধুনিকীকরণ করার লক্ষ্য স্থির করা হয়েছে। সেনাবাহিনীর জন্য ১১ ধরনের, নৌবাহিনীর জন্য ৮ ধরনের ও বায়ুসেনার জন্য় ৪ ধরনের যুদ্ধ সরঞ্জাম কেনা হৃয়েছে।