Bangladesh Hilsa: পুজোয় ‘ইলিশ উৎসব’, ভারতকে কত দরে দিল বাংলাদেশ?

Rajib Khan | Edited By: জয়দীপ দাস

Sep 21, 2023 | 7:53 PM

Bangladesh Hilsa: এরইমধ্যে ১২টি ট্রাকে সাড়ে ৪৫ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। দাম, কিলো প্রতি ১১০০ টাকা। এমনটাই খবর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সূত্রে। বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান থেকে এই বিশাল মাত্রার ইলিশ ভারতে পাঠানো হয়েছে।

Bangladesh Hilsa: পুজোয় ‘ইলিশ উৎসব’, ভারতকে কত দরে দিল বাংলাদেশ?
কী বলছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক?
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ঢাকা: শেষ ইনিংস খেলছে বর্ষা। কিন্তু, এখনও বাংলার বাজারে ইলিশের চাহিদা রয়েছে। আর শেষবেলায় যদি পাতে পড়ে পদ্মার ইলিশ তাহলে তো আর কথাই নেই! এদিকে পুজোর মরসুমে এপার বাংলার ইলিশপ্রেমীদের কথা মাথায় রেখে ইলিশের রফতানিতে বড় ছাড় দিয়েছে ওপার বাংলার শেখ হাসিনা সরকার। কিন্তু, কত দরে ভারতে পাঠানো হচ্ছে ইলিশ তা নিয়ে জোর জল্পনা চলছিল দুই বাংলাতেই। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। 

এরইমধ্যে ১২টি ট্রাকে সাড়ে ৪৫ টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। দাম, কিলো প্রতি ১১০০ টাকা। এমনটাই খবর বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সূত্রে। বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান থেকে এই বিশাল মাত্রার ইলিশ ভারতে পাঠানো হয়েছে। তালিকায় রয়েছে মাহিমা এন্টারপ্রাইজ, তানিসা এন্টারপ্রাইজ, সেভেন স্টার ফিস প্রসেসিং রিপা এন্টারপ্রাইজ ও প্যাসিফিক সি ফুড। তবে ৪৫ টনই শুধু নয়। পুজোর আবহে আরও ৯৫০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে এপার বাংলায় আসতে চলেছে বলে খবর। 

বাংলাদেশের বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, “দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের মানুষকে বিশেষ উপহার দিতে চাইছে শেখ হাসিনার সরকার। ৫০ টন করে ৭৯টি প্রতিষ্ঠানকে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি মিলেছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এই মাছ ওদেশে পাঠাতে হবে।” তবে শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে মিঠা জলের মাছও এদেশে আনতে চাইছেন ভারতের ব্যবসায়ীরা। সে কারণে সম্প্রতি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মালদহের সীমান্ত এলাকায় দুই দেশের কিছু ব্যবসায়ীর মধ্যে একটি বৈঠকও হয়। অপেক্ষা শুধু সরকারি অনুমতির। 

Next Article