US Election 2024: কমলা জিতলে পৌষমাস, ট্রাম্প হলে সর্বনাশ! সরু সুতোয় দুলছে বাংলাদেশের ভবিষ্যৎ

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 05, 2024 | 10:12 PM

US Election 2024: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শফিকুল আলমের মতে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলের পদস্থ নেতাদের সঙ্গেই ড. মহম্মদ ইউনুসের সম্পর্ক ভাল। তাই, এই নির্বাচনের ফলাফলের কোনও প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেরই দাবি, কমলা হ্যারিস জিতলে ভাল, ট্রাম্প জিতলে বাংলাদেশের কপালে দুঃখ আছে।

US Election 2024: কমলা জিতলে পৌষমাস, ট্রাম্প হলে সর্বনাশ! সরু সুতোয় দুলছে বাংলাদেশের ভবিষ্যৎ
ট্রাম্প জিতলে সমস্যা আছে ইউনুস সরকারের
Image Credit source: TV9 Bangla

Follow Us

শুরু হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাটনের ভোট গ্রহণ। গোটা বিশ্বর চোখ এখন সেদিকেই। বিশ্বের সবথেকে শক্তিধর দেশের ক্ষমতা কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প – কার হাতে যায়, তার উপর বিশ্বের বিভিন্ন ভূ-রাজনৈতিক ঘটনার ভবিষ্যৎ নির্ভর করে আছে। রাজনৈতিক ও অর্থনৈতিক ডামাডোলে ডুবে থাকা বাংলাদেশের ভবিষ্যতের জন্যও, মার্কিন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শফিকুল আলমের মতে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট, দুই দলের পদস্থ নেতাদের সঙ্গেই ড. মহম্মদ ইউনুসের সম্পর্ক ভাল। তাই, এই নির্বাচনের ফলাফলের কোনও প্রভাব বাংলাদেশের উপর পড়বে না। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেরই দাবি, কমলা হ্যারিস জিতলে ভাল, ট্রাম্প জিতলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। হিন্দুদের পক্ষে ট্রাম্পের টুইট বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক সাম্প্রতিক টুইট এই মতকে জোরালো করেছে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছিলেন, “আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর হিংসার তীব্র নিন্দা জানাই। তাদের আক্রমণ করেছে উন্মত্ত জনতা, লুঠপাট করেছে। সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমি...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন
Next Article