কাম্পালা: বাড়ির সামনেই লেক, সেখানেই একা বসে বসে খেলছিল দুই বছরের শিশু। কিছুটা দূরেই দাঁড়িয়ে জামাকাপড় মেলছিল তাঁর মা। হঠাৎ জল থেকে উঠে আসল আস্ত দানব। চোখের নিমেষেই পাড়ে বসে থাকা শিশুকে গিলে খেল সে। ঝিলের ভিতরে যে ঘাপটি মেরে বসেছিল জলহস্তি, তা টের পায়নি কেউ। শিশুটিকে একা পেয়েই হঠাৎ ধেয়ে আসে ক্ষুধার্ত জলহস্তিটি। জ্যান্ত শিশুটিকে গিলে নেয় জলহস্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার উগান্ডায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজনেরা সঙ্গে সঙ্গে জলহস্তিটিকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। এরপরই বমি করে দেয় জলহস্তিটি, পেট থেকে বেরিয়ে আসে শিশুটি।
উগান্ডার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের রবিবার উগান্ডার কাটওয়ে কাবাটোরো শহরের একটি ঝিলের ধার থেকে দুই বছরের একটি শিশুকে আস্ত গিলে নেয় ক্ষুধার্ত জলহস্তি। উগান্ডা পুলিশের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রথম এমন ঘটনা ঘটেছে। ওই লেকে সাধারণত জলহস্তি থাকে না। তবে আশেপাশের জঙ্গলে জলহস্তি থাকে। ঘটনার দিন, লেক এডওয়ার্ড থেকে আচমকাই উঠে আসে একটি জলহস্তি এবং পাড়ে বসে থাকা শিশুটিকে গিলে ফেলে। গোটা ঘটনাটি দেখতে পেয়েই আঁতকে ওঠে শিশুর পরিবার ও ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যরা।
প্রথমে সকলে হকচকিয়ে গেলেও পরে ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি জলহস্তিটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন। দেখাদেখি বাকিরাও একই কাজ করে। এরপরই জলহস্তিটি বমি করে উগরে দেয় শিশুটিকে। সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করা হয় জলহস্তির মুখের কাছ থেকে। শিশুটি জীবিত থাকলেও, জলহস্তির কামড়ে শরীরের বেশ কিছু অংশে আঘাত লাগে। তাঁকে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডেমোক্রাটিক রিপাবলিক অব কঙ্গোর সীমান্তের কাছে অবস্থিত বেওয়েরা শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সুরক্ষাবশত র্যাবিসের ইঞ্জেকশন দেওয়া হয়। বর্তমানে শিশুটি স্থিতিশীল রয়েছে। তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রত্যেক বছর আফ্রিকায় কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয় জলহস্তির হামলায়। ২৯ শতাংশ থেকে ৮৭ শতাংশ অবধি প্রাণঘাতী হতে পারে জলহস্তির হামলা বা কামড়।