Sheikh Hasina: ‘বায়ুসেনার ঘাঁটি করতে দিলে বাংলাদেশে কোনও সমস্যা হবে না’, ‘এক শ্বেতাঙ্গ’-র কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন হাসিনা

Aug 06, 2024 | 5:13 PM

Sheikh Hasina: কয়েকমাস আগে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন, নির্বাচনের আগে তাঁর কাছে একটি 'অফার' এসেছিল। তাঁর জয়ে কোনও বাধা আসবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিবর্তে বাংলাদেশে একটি বিদেশি বায়ুসেনার ঘাঁটি তৈরি করতে দিতে হবে। সেই অফার গ্রহণ করেননি হাসিনা। সেইজন্য তাঁর সরকারকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেছিলেন।

Sheikh Hasina: বায়ুসেনার ঘাঁটি করতে দিলে বাংলাদেশে কোনও সমস্যা হবে না, এক শ্বেতাঙ্গ-র কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন হাসিনা
শেখ হাসিনা (ফাইল ফোটো)

Follow Us

ঢাকা: মাত্র মাস দেড়েক। তাতেই বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন শেখ হাসিনা। দেশ ছেড়েও গিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে হাসিনার একটি পুরনো মন্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েকমাস আগে তিনি মন্তব্য করেছিলেন, তাঁর সরকার ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তাঁকেও খুন করা হতে পারে। বাংলাদেশ ও মায়ানমারকে ভেঙে এক শ্বেতাঙ্গ নতুন ক্রিস্টান দেশ তৈরির পরিকল্পনা করছেন বলেও তিনি অভিযোগ করেছিলেন।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচনে একতরফা জয় পায় হাসিনার আওয়ামী লিগ। খালেদা জিয়া বিএনপি ওই নির্বাচনে অংশ নেয়নি। সেইসময় হাসিনা অভিযোগ করেছিলেন, নির্বাচনের আগে তাঁর কাছে একটি ‘অফার’ এসেছিল। তাঁর জয়ে কোনও বাধা আসবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিবর্তে বাংলাদেশে একটি বিদেশি বায়ুসেনার ঘাঁটি তৈরি করতে দিতে হবে। সেই অফার গ্রহণ করেননি হাসিনা। সেইজন্য তাঁর সরকারকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেছিলেন।

মে মাসে এই অভিযোগ করেছিলেন হাসিনা। তাঁর কথায়, “আমি যদি একটি নির্দিষ্ট দেশকে বাংলাদেশে বায়ুসেনার ঘাঁটি গড়তে দিই, তবে আমাকে কোনও সমস্যায় পড়তে হবে না।” এক শ্বেতাঙ্গের কাছ থেকে এই অফার এসেছিল বলে তিনি অভিযোগ করেন। তবে কোন দেশ তাঁকে এই অফার দিয়েছিল, তা নিয়ে সেইসময় মুখ খোলেননি হাসিনা। বাংলাদেশের চট্টগ্রাম ও মায়ানমার নিয়ে খ্রিস্টান দেশ গড়ার ষড়যন্ত্রের অভিযোগও করেছিলেন। তবে কোনও চাপের কাছেই তিনি মাথা নত করবেন না বলে জানিয়েছিলেন হাসিনা।

মাস দুয়েক আগেও বাংলাদেশের পরিস্থিতি ছিল স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হতে শুরু করে বাংলাদেশ। সেই আন্দোলনের জেরেই সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয়েছে হাসিনাকে। দেশও ছাড়তে হয়েছে। আর এই পরিস্থিতিতেই হাসিনার পুরনো সেই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। উঠছে নানা প্রশ্নও।

Next Article