Imran Khan: বিদেশিরা নয়, পাকিস্তানিরাই আমাকে হত্যার চেষ্টা করছে: ইমরান খান

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 27, 2023 | 9:34 PM

Imran Khan dismisses threat from foreign agencies: কোনও 'বিদেশী সংস্থা' নয়, বরং তাঁর দেশের মানুষই তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার একাধিক টুইটে এমনই দাবি করলেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।

Imran Khan: বিদেশিরা নয়, পাকিস্তানিরাই আমাকে হত্যার চেষ্টা করছে: ইমরান খান
ফাইল ছবি।
Image Credit source: Twitter

Follow Us

ইসলামাবাদ: পাকিস্তান সরকার সম্প্রতি দাবি করেছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাণহানির চেষ্টা করতে পারে কোনও ‘বিদেশী সংস্থা’। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সেই দাবি খারিজ করে দিলেন স্বয়ং ইমরান। পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাল্টা দাবি, কোনও বিদেশি সংস্থা নয়, বরং তাঁর দেশের মানুষই তাঁকে হত্যা করতে পারে। দেশের ছয় ব্যক্তিকে তিনি শনাক্ত করেছেন। তারাই তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান। এদিন একাধিক টুইট করে ইমরান খান বলেছেন, তিনি একটি নতুন ভিডিয়ো তৈরি করেছেন। তার দলের কর্মীরা সেই ভিডিয়োটি বিদেশে তাদের সহযোগীদের কাছে পাঠিয়ে দিয়েছে। ওই ভিডিয়োতেই তাঁকে হত্যা করতে পারে, এমন ছয়জনের নাম করেছেন তিনি। তিনি বলেছেন, ‘যারা আমাকে হত্যা করতে চায়, আমার হত্যার পরই তারা জনসমক্ষে আসবে।’

টুইটারে ইমরান খান বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেছেন বিদেশী সংস্থার থেকে আমার জীবনের হুমকির রয়েছে। আমি পুরো দেশের কাছে স্পষ্টভাবে বলতে চাই, ওয়াজিরাবাদে হত্যার প্রচেষ্টার পর আমি যাদের নাম দিয়েছিলাম, শুধুমাত্র তাদের থেকেই আমার প্রাণহানির হুমকি রয়েছে। ওই একই তিন ব্যক্তি এবং আরও তিন ব্যক্তিকে আমি একটি ভিডিয়ো বিবৃতিতে চিহ্নিত করেছি, যারা ১৮ মার্চ আইসিটি জুডিশিয়াল কমপ্লেক্সে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। এই ছয়জনের মধ্যে, তিনজনের নাম আমি গত বছরের নভেম্বরে পঞ্জাবে আমাকে হত্যার চেষ্টার পরে এফআইআর-এ করেছিলাম।” প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে লাহোর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ওয়াজিরাবাদ এলাকায় ইমরান খানের এক সমাবেশে তাঁকে লক্ষ্য করে গুলি চলেছিল। পায়ে গুলির আঘাত পেয়েছিলেন ইমরান খান। তারপর, তাঁকে হত্যার ষড়যন্ত্র করার দায়ে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং আইএসআই-এর শীর্ষ কর্তা মেজর জেনারেল ফয়জল নাসিরকে দায়ী করেছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।


এদিন টুইটে ইমরান খান স্পষ্ট জানিয়েছেন, তাঁকে হত্যা করা হলে, তিনি ভিডিয়োতে যাদের নাম করেছেন, তাদেরই দোষারোপ করা হবে। তিনি বলেন, “এখন যদি আমার প্রাণহানির কোনও চেষ্টা করা হয়, তাহলে এই একই ব্যক্তিরা দায়ী থাকবে। ঠিক যেভাবে ওরা ওয়াজিরাবাদ হামলার জন্য এক ধর্মীয় উগ্রপন্থীকে দায়ী করার চেষ্টা করেছিল, সকলের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল, এখন ওরা বিদেশী এজেন্সির নাম করে ফের মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। আমি দেশবাসীর কাছে পরিষ্কারভাবে বলতে চাই, আমার প্রাণ নেওয়ার কোনও চেষ্টার জন্য আমি যাদের চিহ্নিত করেছি, একমাত্র তারই দায়ী হবে। আসলে ওরা ভয় পাচ্ছে যে আমি ফের নির্বাচিত হয়ে ক্ষমতায় ফিরব এবং তাদের জবাবদিহি করতে হবে। তাই ওরা আমাকে হত্যার চেষ্টা করছে।”

Next Article