Imran Khan: জামিন পেলেন ইমরান, পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কাপ্তান?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2023 | 5:26 PM

Imran Khan: সাইফার মামলায় জেলবন্দি ইমরান খান ও তাঁর সঙ্গে শাহ মেহমুদ কুরেশির জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ। তবে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আদৌ কাপ্তান লড়াই করতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।

Imran Khan: জামিন পেলেন ইমরান, পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কাপ্তান?
জামিন পেলেন ইমরান খান। ফাইল ছবি।
Image Credit source: AFP

Follow Us

ইসলামাবাদ: স্বস্তি মিলল অবশেষে! দীর্ঘদিন জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা PTI প্রধান ইমরান খান (Imran Khan)। বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার ইমরান খানের জামিন মঞ্জুর করল পাক সুপ্রিম কোর্ট। স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে ইমরান-সহ সমগ্র পিটিআই দলের কাছে এটা বড় জয় বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন ইমরান খানের সঙ্গে জামিন পেয়েছেন পিটিআই দলের আরেক নেতা শাহ মেহমুদ কুরেশিও।

আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সাইফার মামলায় জেলবন্দি ইমরান খান ও তাঁর সঙ্গে শাহ মেহমুদ কুরেশির জামিন মঞ্জুর করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পাকিস্তানি মুদ্রায় ১০ লক্ষ টাকা করে ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

তবে সাইফার মামলায় জামিন পেলেও তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইমরান খানের বিরুদ্ধে। ফলে সাইফার মামলায় ইমরান খান সুপ্রিম কোর্টে জামিন পেলেও তিনি এখনই জেল থেকে মুক্তি পাবেন কি না তা এখনই স্পষ্ট নয়। ফলে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আদৌ কাপ্তান লড়াই করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

যদিও দিন দুয়েক আগেই পিটিআই-এর তরফে ইমরান খানের নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। আদিয়ালা জেল থেকেই ইমরান লাহোর, মিয়াঁওয়ালি এবং ইসলামাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর দলের তরফে জানানো হয়। কিন্তু, বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন খারিজ করে দেয়। এবার সুপ্রিম কোর্টে একটি মামলায় তাঁর জামিন মঞ্জুর হওয়ায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন পিটিআই নেতা-কর্মীরা।

Next Article