EXPLAINED: ইরান-ইজরায়েল সংঘাতে জড়িয়ে কী পেল আমেরিকা?
EXPLAINED: ইরানকে শুধু হুঙ্কার দিয়েই থেমে থাকেননি ট্রাম্প। মধ্যপ্রাচ্যে দুই দেশের সংঘাতে সরাসরি জড়িয়েও পড়ে আমেরিকা। ভারতীয় সময় রবিবার ভোরে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র নাতানজ, ফোরডো ও ইশফাহানে হামলা চালায় মার্কিন সেনা। ফোরডো ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্র। এই হামলার পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, 'ফোরডো শেষ'। কিন্তু, সত্যিই শেষ কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

তেহরান ও জেরুজালেম: ১২ দিনের সংঘাত। যার শুরুটা হয়েছিল গত ১৩ জুন। তারপর মধ্যপ্রাচ্যে উত্তেজনার আঁচ ক্রমশ বেড়েছে। মুহুর্মুহু উড়ে এসেছে মিসাইল। বিমান হানা হয়েছে। মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইজরায়েলের এই সংঘাতে সরাসরি জড়িয়েছে আমেরিকা। তারা ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে। পালটা কাতার, ইরাকে আমেরিকার সেনাঘাঁটিতে হামলা হয়েছে। তারপরই ইরান-ইজরায়েলের ১২ দিনের সংঘাতে আপাতত ইতি। দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাতে আমেরিকার এই সরাসরি জড়িয়ে যাওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। ইরানের যে তিনটি পরমাণুঘাঁটিতে আমেরিকা বোমাবর্ষণ করেছে, তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? এই হামলার পর ইরানের পরমাণু পরীক্ষা কি কমবে? আমেরিকার হামলার আগে ফোরডো পরমাণুঘাঁটি থেকে ইরান যে ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে জল্পনা চলছে, তা কোথায় রাখা হয়েছে? ...





