যত দিন যাচ্ছে বিশ্বব্যপী চাহিদা বাড়ছে ‘মাল্টি ব্যারেল রকেট লঞ্চারস’ বা এমবিআরএল-এর। সেই শক্তিধর ‘পিনাকা রকেটে’র আর্মেনিয়াতে রপ্তানি শুরু করল ভারত।
আর্মেনিয়াতে ‘আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম’ রপ্তানির সময় থেকেই ভারতীয় সংস্থার তৈরি বিশেষ এই রকেট লঞ্চারের রপ্তানিও শুরু হয়।
ANI-এর প্রতিবেদন অনুসারে, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর আর্মেনিয়াতেই প্রথম ‘পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম’ রপ্তানি শুরু হয়। বিশেষ এই রকেট লঞ্চার ব্যবহার করে ৮০ কিলোমিটার দূর থেকে হামলা করা সম্ভব।
দীর্ঘ টানাপোড়েনের পরে দু’বছর আগে ভারতীয় সংস্থা ও আর্মেনিয়ার মধ্যে এইসব অস্ত্র রপ্তানির চুক্তি হয়েছিল।
ভারতীয় অস্ত্রের সবচেয়ে বড় তিনটি অস্ত্র ক্রয়কারী দেশের মধ্যে একটি হল আর্মেনিয়া। অন্য দুটি হল আমেরিকা এবং ফ্রান্স।
দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপের বহু দেশ অত্যাধুনিক পিনাকা রকেট লঞ্চার কিনতে আগ্রহী বলে খবর। ভারতীয় সংস্থাও তাই উৎপাদন বাড়ানোর দিকে নজর দিচ্ছে।
নাগপুর ভিত্তিক সংস্থা সোলার ইন্ডস্ট্রিজ ইকোনমিক এক্সপ্লোসিভ লিমিটেড এবং সরকারি সংস্থা মাল্টি ন্যাশানাল ইন্ডয়া লিমিটেড-এর সঙ্গে ডিআরডিও সম্প্রতি এই মিসাইল লঞ্চারটি পরীক্ষা করে। অত্যাধুনিক এই মিসাইল লঞ্চার পেতে আগ্রহ দেখিয়েছে ফ্রান্সও। বিশ্ব মার্কেটের চাহিদার কারণে নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে ভারতীয় সংস্থাও। বর্তমানে ২০১৪ সালের তুলনায় তিনগুণ বেশি অস্ত্র উৎপাদন করে সংস্থা। প্রসঙ্গত, আমেরিকার পরে ফ্রান্স ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র শস্ত্র আমদানি করে।