Indian Astronaut Shubhanshu Shukla: ছুটে গিয়ে বাবাকে জাপ্টে ধরল খুদে, ২ মাস পর স্ত্রী-ছেলেকে দেখে আবেগে ভাসলেন শুভাংশু, বললেন…
Indian Astronaut Shubhanshu Shukla: শুভাংশুর সঙ্গে টেক্সাসের হিউস্টনে দেখা করতে আসেন স্ত্রী কামনা শুক্লা ও ৬ বছরের পুত্র কিয়াশ শুক্লা। দুই মাস পর পরিবারের দেখা পেয়ে আবেগে ভাসেন শুভাংশু।

টেক্সাস: মহাকাশ থেকে ফিরে অবশেষে পরিবারের সঙ্গে মিলিত হলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। স্ত্রী ও ৬ বছরের ছেলেকে এতদিন বাদে দেখেই জড়িয়ে ধরেন শুভাংশু শুক্লা। আবেগের সমুদ্রে ভাসেন তারা।
আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৪ দিন কাটানোর কথা ছিল শুভাংশু শুক্লার। সেই সফরই দীর্ঘায়িত হয়ে যায় ১৮ দিনে। অবশেষে মঙ্গলবার, ১৫ জুলাই পৃথিবীতে ফেরেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তিন মহাকাশচারী। ফেরার পর বর্তমানে রিহ্যাবিলেশনে রয়েছেন শুভাংশুরা। তার মাঝেই পরিবারের সঙ্গে দেখা।
শুভাংশুর সঙ্গে টেক্সাসের হিউস্টনে দেখা করতে আসেন স্ত্রী কামনা শুক্লা ও ৬ বছরের পুত্র কিয়াশ শুক্লা। দুই মাস পর পরিবারের দেখা পেয়ে আবেগে ভাসেন শুভাংশু। নিজের ইন্সটাগ্রাম পোস্টে সাক্ষাতের সেই ছবি পোস্ট করে লেখেন, “এটা খুব চ্যালেঞ্জিং ছিল। পৃথিবীতে ফিরে আসা এবং আমার পরিবারকে জড়িয়ে ধরে মনে হল, আমি বাড়িতে এসেছি। মানব মহাকাশ অভিযান ম্যাজিকের মতো, তবে তা মানুষের তৈরি ম্যাজিক।”
তাঁর স্ত্রী কামনা জানিয়েছেন, এখন সম্পূর্ণ ফোকাস থাকবে শুভাংশুর রিহ্যাবিলিটেশনের উপরে, যাতে পৃথিবীতে এসে তিনি সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। শুভাংশুর পৃথিবীতে ফিরে আসাকে উদযাপন করতে ইতিমধ্যেই তাঁর পছন্দের নানা খাবার রান্না করা শুরু করেছেন তাঁর স্ত্রী। এতদিন যে শুভাংশু বাড়ির রান্না খাননি।
প্রসঙ্গত, অ্যাক্সিওম মিশনের পর সামনে আরও বড় অভিযান রয়েছে শুভাংশু শুক্লার। ইসরোর পরবর্তী অভিযান হল গগনযান, যেখানে মানুষকে মহাশূন্যে পাঠানো হবে। গগনযাত্রী হবেন শুভাংশু শুক্লা।

