IPU: ‘মানবতা-বিরোধী চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’, IPU-তে বার্তা ভারতের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 28, 2023 | 7:32 PM

IPU: সাংসদ ডা. সস্মিত পাত্র বলেন, এটা খুবই দুঃখজনক যে সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে কোনও ঐকমত্য নেই। আজও সন্ত্রাসবাদ মোকাবিলার আন্তর্জাতিক কনভেনশন রাষ্ট্রসঙ্ঘে ঐকমত্যের জন্য অপেক্ষা করছে। বিশ্বের এই মনোভাবের সুযোগ নিচ্ছে জাতির শত্রুরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি তা নিয়ে বিশ্বের সকল সাংসদ ও তরুণ প্রতিনিধিদের ভাবতে হবে।"

IPU: মানবতা-বিরোধী চ্যালেঞ্জের মোকাবিলা করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, IPU-তে বার্তা ভারতের
আইপিইউ-তে বক্তব্য রাখছেন রাজ্যসভার সাংসদ ডা. সাস্মিত পাত্র।
Image Credit source: ANI

Follow Us

লুয়ান্ডা (অ্যাঙ্গোলা): সারা বিশ্বে কী ঘটছে, সে বিষয়ে বর্তমান যুবরা ওয়াকিবহাল। কিন্তু, মানবতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। অ্যাঙ্গোলার লুয়ান্ডায় ১৪৭ তম আন্তঃ সংসদীয় ইউনিয়নের (IPU) অধিবেশনে ভারতীয় প্রতিনিধি হিসাবে বক্তৃতা দিতে গিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ ডা. সস্মিত পাত্র।

দিন কয়েক আগে নয়া দিল্লিতে অনুষ্ঠিত জি-২০-র অংশ পি-২০ ফোরামে বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং মানবসভ্যতার দিকে ধেয়ে আসা চ্যালেঞ্জের মোকাবিলা করার ব্যাপারে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন লুয়ান্ডায় প্রধানমন্ত্রীর সেই বক্তব্য তুলে ধরেন সাংসদ ডা. সস্মিত পাত্র। তিনি বলেন, “একটি বিভক্ত বিশ্ব কখনও মানবসভ্যতার মুখোমুখি হওয়া বড় চ্যালেঞ্জগুলির সমাধান করতে পারে না। এখন সময় এসেছে, সকলের বিকাশ ও কল্যাণ করার। আমাদের বিশ্বব্যাপী বিশ্বাসের ঘাটতি কাটিয়ে উঠতে হবে এবং মানবকেন্দ্রিক চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে হবে। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে আমাদের গোটা বিশ্বকে দেখতে হবে। এই উদ্যোমের জোরেই আফ্রিকান ইউনিয়নকে জি-২০-র স্থায়ী সদস্য করার প্রস্তাব দিতে পেরেছে ভারত এবং আমরা সকলে সাদরে সেটা গ্রহণ করেছি। কিছুদিন আগে নয়া দিল্লিতে পি-২০ ফোরামে প্যান আফ্রিকা সংসদের অংশগ্রহণ দেখে আমরা খুব খুশি হয়েছিলাম।”

গত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের খারাপ ফল ভোগ করছে ভারত। সেকথার উল্লেখ করে সাংসদ সস্মিত পাত্র আরও বলেন, “সন্ত্রাসবাদী হামলায় ভারতের হাজার-হাজার নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ২০ বছর আগে জঙ্গিরা আমাদের সংসদ ভবনকেও নিশানা করেছিল এবং সেটা হয়েছিল অধিবেশন চলাকালীন সময়ে। এটা খুবই দুঃখজনক যে সন্ত্রাসবাদের সংজ্ঞা নিয়ে কোনও ঐকমত্য নেই। আজও সন্ত্রাসবাদ মোকাবিলার আন্তর্জাতিক কনভেনশন রাষ্ট্রসঙ্ঘে ঐকমত্যের জন্য অপেক্ষা করছে। বিশ্বের এই মনোভাবের সুযোগ নিচ্ছে জাতির শত্রুরা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি তা নিয়ে বিশ্বের সকল সাংসদ ও তরুণ প্রতিনিধিদের ভাবতে হবে।”

ভারতের তরফে সাংসদ ডা. সস্মিত পাত্র গোটা বিশ্বকে অহিংসার বার্তা দিয়ে আরও বলেন, “আসুন আমরা সবাই অহিংসার দর্শনে অনুপ্রাণিত হই – মহাত্মা গান্ধীর তরফে বিশ্বকে দেওয়া ভারতের দুটি মন্ত্র – অহিংসা এবং বসুধৈব কুটুম্বকম (পুরো বিশ্ব একটি পরিবার) এবং সর্বধর্ম সম্ভাব (সকল ধর্মের প্রতি শ্রদ্ধা)। আমাদের প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য বিশ্বকে আরও শান্তিপূর্ণ, ন্যায়পরায়ণ এবং অহিংস বিশ্বে পরিণত করার জন্য শান্তি, ন্যায়বিচার এবং শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।”

Next Article