AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aravindan Balakrishnan : কমরেডের কুকীর্তি, ধর্ষণের দায়ে বন্দিদশায় মৃত্যু নেতার

Aravindan Balakrishnan : নিজেকে ‘কমরেড বালা’ বলে পরিচয় দিতেন । 2016 সাল থেকে ব্রিটেনের কারাগারে বন্দী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মাওবাদী নেতা অরবিন্দন বালাকৃষ্ণণ ।

Aravindan Balakrishnan : কমরেডের কুকীর্তি, ধর্ষণের দায়ে বন্দিদশায় মৃত্যু নেতার
মাওবাদী নেতা অরবিন্দন বালাকৃষ্ণণ (ছবি সৌজন্যে : টুইটার)
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 8:14 PM
Share

লন্ডন : মহিলা অনুগামীদের ধর্ষণ। নিজের মেয়েকে বাড়িতে আটকে রাখা। এই রকম একাধিক অভিযোগে দোষীসাব্যস্ত মাওবাদী নেতা অরবিন্দন বালাকৃষ্ণণের মৃত্যু হল প্রিন্সটাউনের কারাগারে। ৮১ বছর বয়সি এই মাওবাদী নেতা শুক্রবার প্রয়াত হয়েছেন বলে সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছে।

কেরালায় জন্ম বালাকৃষ্ণণের। ১৯৭৫ সালে সিঙ্গাপুর থেকে তিনি পাড়ি দেন দক্ষিণ লন্ডনে। সেখানে ‘ওয়ার্কার্স’ নামে একটি সংগঠন গড়ে তোলেন। মার্কস-লেনিন-মাও দেজংয়ের চিন্তাধারার উপর ভিত্তি করে এই সংগঠনের সদস্যদের কাছে বালাকৃষ্ণণ হয়ে ওঠেন কমরেড বালা। আর এই সংগঠনে তাঁর মহিলা অনুগামীদেরই ধর্ষণের অভিযোগ ওঠে বালাকৃষ্ণণের বিরুদ্ধে। তাঁর ঈশ্বরের মতো ক্ষমতা রয়েছে, এই বলে মহিলা অনুগামীদের যৌন নির্যাতন করতেন এই মাওবাদী নেতা। এমনকী, নিজের মেয়েকে বাড়িতে ৩০ বছর আটকে রেখেছিলেন কমরেড বালা।

অভিযোগের শুনানিতে জুরিরা জানতে পারেন, দুই অনুগামীকে ধর্ষণ করেছেন বালাকৃষ্ণণ। এবং অনুগামীদের মানতে বাধ্য করাতেন যে তিনি মন পড়তে পারেন। এবং তাঁর আদেশ অমান্য করলে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে। বালাকৃষ্ণণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁর মেয়ে কেটি মরগ্যান ডেভিসও। তাঁকে বাড়িতে আটকে রেখে মারধর করা হত। স্কুলে যেতে দেওয়া হত না। ২০১৩ সালে বাড়ি থেকে লিডসে পালিয়ে যান তিনি। বালাকৃষ্ণণের বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা সহ ১৬ টি অভিযোগ আনা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন এই মাওবাদী নেতা। শেষপর্যন্ত ২০১৬ সালে তিনি দোষীসাব্যস্ত হন। তাঁর ২৩ বছরের জেল হয়। শুক্রবার জেলের কুঠরিতেই মৃত্যু হল তাঁর।

আরও পড়ুন : Covid-19 Booster Dose : সব প্রাপ্তবয়স্ককে ‘বুস্টার’ দেওয়া কতটা জরুরি? কী বলছেন বিশেষজ্ঞ?

আরও পড়ুন : Maryam Nawaz Praises Vajpayee: পাক রাজনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যে বাজপেয়ীর এক বিশেষ ঘটনার কথা মনে করালেন মরিয়ম

আরও পড়ুন : Sri Lankan Economic Crisis: শ্রীলঙ্কাতে ভেঙেছে অর্থনীতির কোমর, ভারত কি এর থেকে শিক্ষা নেবে?