US Ambassador: গীতায় হাত রেখে মাার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ কাশ্মীরি পণ্ডিত শেফালির

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 15, 2022 | 11:12 PM

US Ambassador: ১৯৭১ সালে শেফালি হরিদ্বারে এক কাশ্মীরি পণ্ডিত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার যখন পেনসিলভেনিয়ায় চলে আসে তখন তার বয়স ছিল মাত্র দুই বছর।

US Ambassador: গীতায় হাত রেখে মাার্কিন রাষ্ট্রদূত হিসেবে শপথ কাশ্মীরি পণ্ডিত শেফালির

Follow Us

ওয়াশিংটন: একুশে আমেরিকার (USA) ইতিহাসে প্রথম মহিলা ও কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন কমলা হ্যারিস। খুশির রেশ বয়ে গিয়েছিল ভারতেও। এবার ফের আর এক ভারতীয় বংশোদ্ভূতের মাথায় উঠল নয়া পালক।  (Shefali Razdan Duggal) নেদারল্যান্ডসে মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador) হিসেবে শপথ নিয়েছেন শেফালি রাজদান দুগ্গাল। তাঁকে আবার শপথ নেওয়ান খোদ কমলা। ভগবত গীতায় হাত রেখেই নতুন এই পদে শপথ নেন শেফালি। যা নিয়ে জোর চর্চা চলছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর সেই শপথগ্রহণ পর্বের ছবি, ভিডিয়ো দেদার শেয়ার করছেন ভারতীয়রা। 

সূত্রের খবর, ১৯৭১ সালে শেফালি হরিদ্বারে এক কাশ্মীরি পণ্ডিত দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর পরিবার যখন পেনসিলভেনিয়ায় চলে আসে তখন তার বয়স ছিল মাত্র দুই বছর। পরবর্তীতে তাঁরা সিনসিনাটিতে চলে যান। সেখানেই বড় হয়েছেন শেফালি। সাইকামোর হাই স্কুল পড়াশোনা করেন। পরবর্তীতে মিয়ামি বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে স্নাতক এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া ইকোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি রজত দুগ্গালকে বিয়ে করেন।

শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করানোর পর টুইটও করতে দেখা যায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। লেখেন ‘শেফালি রাজদান দুগ্গাল নেদারল্যান্ডসে আমাদের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন। তাঁকে শপথ নেওয়ানোর অনুষ্ঠানে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য। এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য আপনাকে শুভকামনা জানাই।’ তবে দীর্ঘদিন থেকেই সরকারি প্রশাসনিক পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শেফালির। হিউম্যান রাইটস ওয়াচের সান ফ্রান্সিসকো কমিটির সদস্য হিসাবে কাজ করা ছাড়াও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিতে ডেপুটি ন্যাশনাল ফাইন্যান্স চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি।

Next Article