ওয়াশিংটন: মার্কিন মুলুকে ফের মৃত্যু ভারতীয় পড়ুয়ার। এবার আমেরিকার ইন্ডিয়ানা থেকে উদ্ধার হল ২৩ বছরের এক ভারতীয় পড়ুয়ার দেহ। জানা গিয়েছে, কয়েক মাস বাদেই পিএইচডি শেষ হয়ে যেত ওই পড়ুয়ার। তার আগেই জঙ্গল থেকে উদ্ধার হল ওই যুবকের মৃতদেহ। প্রাথমিক তদন্তে দাবি, ওই যুবক আত্মহত্যা করেছে। নিজের মাথায় গুলি করেছে। তবে কী কারণে এমন মর্মান্তিকভাবে আত্মহত্যা করল ওই যুবক, তা এখনও জানা যায়নি।
মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সমীর কামাথ নামক ওই ইন্দো-আমেরিকান পড়ুয়া পার্ডু ইউনিভার্সিটিতে পড়ত। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে। এরপরে ওই বিশ্ববিদ্যালয়েই পিএইচডি করছিল সমীর। আগামী কয়েক মাসেই সেই ডিগ্রি সম্পূর্ণ হয়ে যেত। চলতি সপ্তাহের সোমবার ইন্ডিয়ানার ক্রো’জ গ্রোভ নেচার প্রিসার্ভ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। যুবকের মাথায় গুলির ক্ষতচিহ্ন ছিল।
ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ওই যুবক। ম্যাসাচুসেটের বাসিন্দা ওই যুবক কী কারণে আত্মহত্য়া করেছে, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন পুলিশ।
এই নিয়ে বিদেশের মাটিতে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত পাঁচ পড়ুয়ার মৃত্যু হল বিগত কয়েক মাসে। এর আগে, গত মাসে পার্ডু বিশ্ববিদ্যালয়েরই অপর এক ছাত্র নীল আচার্য (১৯) নিখোঁজ হয়ে যায়। দিন কয়েক পর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। তার আগে বিবেক সাইনি নামক ২৫ বছরের এক ভারতীয় পড়ুয়াও জর্জিয়ায় খুন হন। এক ব্যক্তি মাথায় হাতুড়ি দিয়ে ক্রমাগত আঘাত করে খুন করেছিলেন ওই যুবককে।