আমেরিকায় প্রাক্তন প্রেমিকের ফ্ল্যাটে ভারতীয় যুবতী খুন, পরিবার আনল চাঞ্চল্যকর মোড়
US Crime Case: ২০২৬ সালের প্রথম দিনেই নিকিতা গোদিশালা নামক বছর সাতাশের তরুণীর নিথর দেহ উদ্ধার হয় তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার ফ্ল্যাট থেকে। মেরিল্যান্ড কলম্বিয়ার ফ্ল্য়াট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অর্জুনই নিকিতাকে খুন করেছে।

ওয়াশিংটন: মার্কিন মুলুকে খুন ভারতীয় তরুণী। ২০২৬ সালের প্রথম দিনেই নিকিতা গোদিশালা নামক বছর সাতাশের তরুণীর নিথর দেহ উদ্ধার হয় তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মার ফ্ল্যাট থেকে। মেরিল্যান্ড কলম্বিয়ার ফ্ল্য়াট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অর্জুনই নিকিতাকে খুন করেছে। খুনের পর পুলিশে নিখোঁজ ডায়েরি করে ভারতে পালিয়ে এসেছে অভিযুক্ত।
১ জানুয়ারি প্রাক্তন প্রেমিক অর্জুনের ফ্ল্যাট থেকে নিকিতার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নিকিতাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। ইতিমধ্যেই এই ঘটনায় এসেছে চাঞ্চল্যকর মোড়। নিকিতার বোন সরস্বতী দাবি করেছেন যে তাঁকে খুন করে ভারতে পালিয়ে যাওয়ার আগে নিকিতার অ্যাকাউন্ট থেকে বেআইনি লেনদেন করেছে। নিকিতার অ্যাকাউন্ট থেকে ৩৫০০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৩.১৬ লাখ টাকা) হাতিয়ে নিয়ে পালিয়েছে অর্জুন।
অভিযুক্ত অর্জুন শর্মা ভারতে পালিয়ে আসার পরই সোমবার, ইন্টারপোল তাঁকে তামিলনাড়ু থেকে গ্রেফতার করে। নিকিতার বোনের দাবি, গত ২৭ ডিসেম্বর অর্জুন নিকিতা এবং তাঁর কাছ থেকে টাকা চায়। নিকিতা অর্জুনের জন্য তাঁর বোনের কাছ থেকে ৫ হাজার মার্কিন ডলার চায়।
আগেও সরস্বতী ৪৫০০ ডলার ধার দিয়েছিল অর্জুনকে। ৩৫০০ ডলার ফেরত দিলেও, বাকি ১ হাজার ডলার ফেরত না দেওয়ায়, গত ২ জানুয়ারি অতিরিক্ত ১০০০ ডলার দিতে রাজি হয়নি। প্রায় ৪ লক্ষ ৫ হাজার টাকা ধার করেছিল অর্জুন নিকিতা ও তাঁর পরিবারের কাছ থেকে।
২ জানুয়ারি অর্জুন হাওয়ার্ড কাউন্টি পুলিশে যোগাযোগ করে এবং জানায় যে নিকিতা নিখোঁজ। ১ জানুয়ারি শেষবার দেখা হয়েছিল তাঁর সঙ্গে। পুলিশ সূত্রে খবর, ওই দিনই অর্জুন ভারতে পালিয়ে আসে। এতেই মার্কিন পুলিশের সন্দেহ বাড়ে এবং ভারতের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় ইন্টারপোল অর্জুনকে গ্রেফতার করে।
