ঢাকা: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে ৫ জনকে আটক করল পুলিশ। টিকটক ভিডিয়োতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে বলে আভিযোগ। বাংলাদেশের বগুড়ার ঘটনা। বগুড়া সদর থানার পুলিশ অফিসার আবুল কালাম আজাদ জানিয়েছেন, জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করার অভিযোগ আনা হয়েছে। ধৃতদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্র। তবে পুলিশ দাবি করেছে, এরা সবাই প্রাপ্তবয়স্ক।
গতকাল রাতে অভিযান চালিয়ে বগুড়ার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে ওই পাঁচজনকে। পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকায় পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ দফতরের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তাদের কাছে এক ব্যক্তির পাঠানো ফেসবুক মেসেজের সূত্র ধরে বগুড়ার পুলিশ এই পাঁচজনকে আটক করেছে।
কোন আইনে তাদের বিরুদ্ধে মামলা হবে, এ ব্যাপারে বগুড়ার পুলিশ এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি। তবে এ ক্ষেত্রে দুটি আইনে মামলা করা যায়। একটি আইন হল, ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম ফ্ল্যাগও অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’ যাতে মূলত বাংলাদেশের জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীকসমূহের সম্মান সুরক্ষিত রাখার কথা বলা আছে।
টিকটকের যে ভিডিয়োটি নিয়ে বিতর্ক সেখানে দেখা যায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে পাঁচ জন ব্যক্তি একটি হিন্দি ভাষার গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন। ওই ভিডিয়োটি ফেসবুকে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে একজন লিখেছেন, ‘স্কুল খোলার শিক্ষক বললেন, বাচ্চারা জাতীয় সঙ্গীত গাও।’ অর্থাৎ এতদিন স্কুল বন্ধ থাকার পর কার্যত জাতীয় সঙ্গীত ভুলতে চলেছে শিশুরা। এমন ইঙ্গিতই দেওয়া হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষা মন্ত্রকের তরফে দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার কথা বলা হয়েছে।
গত বছর লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৯-এ ধারায় নিষিদ্ধ করে দেওয়া হয় অ্যাপগুলি। ভারতের ওপর চিন সাইবার হামলা চালাতে পারে বলে আশঙ্কা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আশঙ্কা থেকেই ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অ্যাপগুলি মারফত ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গোপনীয় তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তার আগে ভারতেও যথেষ্ট জনপ্রিয় ছিল এই টিকটক অ্যাপ।
চিনের তৈরি এই অ্যাপ বাংলাদেশসহ বিশ্ব জুড়েই তরুণদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তবে এটিকে নিয়ে বিতর্কেরও শেষ নেই। বিশ্বব্যাপী অ্যাপ ডাউনলোড চার্টের শীর্ষের দিকে রয়েছে টিকটক। টিকটকের তথ্য অনুযায়ী, সারা বিশ্বব্যাপী ৮০ কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করছে। সম্প্রতি, ফ্রি ফায়ার ও পাবজির মতো অনলাইন গেমসগুলো সাময়িক বন্ধ ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে। আরও পড়ুন: ভ্যাকসিন নিয়েও এত বেশি মানুষ করোনা আক্রান্ত! চমকে যাচ্ছেন গবেষকরাও