Cluster Bomb: ঠিক যেন ডিম-ভরা মাছ! ইরানের ছোড়া ‘নিষিদ্ধ’ এই বোমা কতটা ভয়ঙ্কর জানেন?
Cluster Bomb: মধ্য ইজরায়েল লক্ষ্য করে ইরান যে ক্লাস্টার বোমা ছুড়েছে, তা ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার উচ্চতায় ডিটোনেট হয়। ৮ কিলোমিটার সীমানা জুড়ে এই বোমা বিস্ফোরণ হয়। মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ হয়।

তেহরান: ইরান-ইজরায়েলের সংঘাত বেড়েই চলেছে দিনে দিনে। প্রতিদিনই ইরান ও ইজরায়েল একে অপরের উপরে মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে। দেখা মিলছে অত্যাধুনিক সব মিসাইলের, যা এতদিন আস্তিনে লুকিয়ে রাখা ছিল। বৃহস্পতিবার ইজরায়েলের উপরে এমন এক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান, যা দেখে গোটা বিশ্ব ভীত। শোনা যাচ্ছে, ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান। এই মিসাইল কতটা ভয়ঙ্কর জানেন?
ইজরাায়েলের ডিফেন্স ফোর্সও স্বীকার করে নিয়েছে যে ইরান থেকে ছোড়া অন্তত একটি ক্লাস্টার বোমার অংশ পাওয়া গিয়েছে। অর্থাৎ ইরান এই অত্যাধুনিক মিসাইল ছুড়েছে ইজরায়েলে ধ্বংসলীলা চালাতে। এই মিসাইল বিপুল প্রাণহানি করতে সক্ষম। কীভাবে তৈরি হয়, কী কাজ, দেখে নিন-
ক্লাস্টার বম্ব-
ক্লাস্টার বম্ব হল এক ধরনের অস্ত্র যা একবার বিস্ফোরণের বদলে টুকরো টুকরো হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট বোমার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। মাঝ আকাশে এই মিসাইল বা বম্ব ফুলের পাপড়ির মতো খুলে যায় এবং টার্গেট এলাকায় পরপর, একাধিক বিস্ফোরণ ঘটায়।
মধ্য ইজরায়েল লক্ষ্য করে ইরান যে ক্লাস্টার বোমা ছুড়েছে, তা ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার উচ্চতায় ডিটোনেট হয়। ৮ কিলোমিটার সীমানা জুড়ে এই বোমা বিস্ফোরণ হয়। মাটিতে আছড়ে পড়তেই বিস্ফোরণ হয়।
কেন এক বিতর্ক?
এই বোমার ক্ষেত্রে সবথেকে ভয়ের বিষয় হল, একসঙ্গে একাধিক বোমা ছররার মতো ছড়িয়ে পড়ে। মাটিতে পড়ার পর কিছু বোমায় বিস্ফোরণ হয়, কিছু বোমা ফাটে না। তবে এগুলি অ্যাকটিভ বা সক্রিয়ই থেকে যায়। সাধারণ মানুষ যদি ভুলবশত এর সামনে চলে যান বা স্পর্শ করেন, তবে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যেতে পারেন। ভিড় বা ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই বোমা আছড়ে পড়লে বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে। তবে ইজরায়েলে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা প্রাণহানি হয়েছে, তা এখনও জানা যায়নি।

পুরনো একটি ক্লাস্টার বোমার ছবি।
এই ধরনের বোমা নিষিদ্ধ। ২০০৮ সালের কনভেনশন অন ক্লাস্টার মুনিশন, আন্তর্জাতিক চুক্তির অধীনে এই বোমা নিষিদ্ধ করা হয়। ১১১টি দেশ চুক্তিতে স্বাক্ষর করে। তবে ইরান, ইজরায়েল,রাশিয়া ও আমেরিকার মতো দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ইউক্রেনও অভিযোগ করেছিল, রাশিয়া এই বোমা দিয়ে আক্রমণ করেছিল।

