Iran Israel war: এবার মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে পাল্টা হানা ইরানের
Iran Israel war: ইরান ও ইজরায়েলের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা। রবিবার রাতে ইরানের তিনটি পরমাণু ঘাঁটিতে হানা দিয়েছিল মার্কিন সেনা। এই হামলার পর আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই।

দোহা: এবার আমেরিকাকে পাল্টা জবাব দেওয়া শুরু করল ইরান। কাতার ও ইরাকে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ইরান মিসাইল হানা চালাল। এই হামলায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কিন্তু, মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ ক্রমশ বাড়ছে। কাতার ও ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার পরই হোয়াইট হাউসে জরুরি বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক ডেকেছেন। সংযুক্ত আরব আমিরশাহী থেকে মার্কিন যুদ্ধবিমান ইরানে প্রত্যাঘাত করতে পারে বলে জানা গিয়েছে।
আমেরিকার সংবাদমাধ্যম এক্সিওজ জানিয়েছে, কাতারে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ১০টি মিসাইল ছুড়েছে ইরান। দোহাতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের একটি সংবাদসংস্থা জানিয়েছে, ইরাক ও কাতারে মিসাইল হামলা শুরু করেছে ইরান। এর নাম দিয়েছে ‘জয়ের ঘোষণা’।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের দেশে মার্কিন বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে ইরানের মিসাইল হানা প্রতিহত করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দোহায় মার্কিন বায়ুসেনা ঘাঁটিতে ইরানের হামলার পর প্রত্যাঘাত করতে পারে কাতার। তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুসারের সরাসরি প্রত্যাঘাতের অধিকার রয়েছে তাদের।
ইরান অবশ্য জানিয়েছে, তারা কাতারে মার্কিন সেনাঘাঁটিতে যে হামলা চালিয়েছে, তা জনবসতি থেকে অনেকটাই দূরে। এই হামলায় ‘বন্ধু দেশ’ কাতারের আশঙ্কার কোনও কারণ নেই বলে ইরান দাবি করেছে।
কাতার ও ইরাকের মার্কিনঘাঁটিতে ইরানের হামলার পরই মধ্যপ্রাচ্যের আকাশসীমা দিয়ে সমস্ত বিমান পরিষেবা বাতিল করল এয়ার ইন্ডিয়া। এই মুহূর্তে এয়ার ইন্ডিয়ার কোনও বিমান কাতারে যাবে না।





