Iran-Israel: ৬৫ মিনিটে ছোড়া হল ২০০ মিসাইল, কেঁপে উঠল তেল আভিভের আকাশ, জবাব দেওয়া শুরু!
Iran-Israel: আমেরিকার দাবি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে তারা। ইজরায়েলের দিকে ধেয়ে আসা মিসাইল প্রতিহত করা হয়েছে বলে দাবি মার্কিন সেনার।

তেল আভিভ: আশঙ্কা সত্যি করে বড়সড় পাল্টা প্রত্যাঘাত হানল ইরান। রাতের অন্ধকারে ইজরায়েলের দিকে ধেয়ে এল একের পর এক মিসাইল। তেল আভিভ শহরের আকাশ থেকে নেমে এলে একের পর এক আগুনের গোলা। গোটা নগরী কেঁপে উঠল সাইরেনের শব্দে। বাদ পড়ল না জেরুজালেমও।
শুক্রবার ভোরে ইরানে হামলা চালায় ইজরায়েল। ৩৩০টিরও বেশি জায়গায় হামলা চালানো হয়। টার্গেট ছিল মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলি। আত্মরক্ষার স্বার্থে ওই হামলা করা হয়েছে বলে দাবি করে ইজরায়েল। তারপরই ড্রোন হামলায় জবাব দেয় ইরান। আর এবার পরপর ছোড়া হল মিসাইল।
শুক্রবার রাতে মাত্র ৬৫ মিনিটের মধ্যে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তেল আভিভ ও জেরুজালেমের মতো শহরে বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
ইজরায়েল হামলার চালানোর ১২ ঘণ্টা পরই জবাব দিতে শুরু করেছে ইরান। অন্যদিকে, আমেরিকার দাবি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে তারা। ইজরায়েলের দিকে ধেয়ে আসা মিসাইল প্রতিহত করা হয়েছে বলে দাবি মার্কিন সেনার।

ইরানের দাবি, তেল আভিভের যে দফতরে বসে যুদ্ধের পরিকল্পনা তৈরি করা হয়, যেখানে খোদ বেঞ্জামিন নেতানিয়াহুও বসেন, সেই দফতরকেও নিশানা করেছে তারা। ইরানের মিসাইল হামলার কথা জানিয়েছে আইডিএফ বা ইজরায়েল সেনাও। রাতেই বিবৃতি দিয়ে আইডিএফ জানিয়েছে, ডিফেন্স সিস্টেম চালু রেখে প্রতিহত করা হচ্ছে ইরানের ছোড়া মিসাইল। সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সেনার তরফে বলা হয়েছে, মানুষজন যাতে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যান। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাতজ জানিয়েছেন, দেশের সাধারণ মানুষকে নিশানা করে সব সীমা অতিক্রম করে গিয়েছে ইরান।
এদিকে, ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, কমান্ডার ইন চিফের নেতৃত্বে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করা হয়েছে। ইরানের দাবি, ইজরায়েলের সেনাঘাঁটিগুলি লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছে।
