In Depth Story on Iran-Israel War: যুদ্ধ করছে ইরান-ইজরায়েল, মাশুল চোকাবে ভারত! কেন, কীভাবে?

Iran-Israel War: ইজরায়েল ও ইরানের মধ্য়ে পুরোদমে যুদ্ধ শুরু হলে ভারত তো বটেই, গোটা বিশ্বের অর্থনীতিকেই প্রভাবিত করবে। এর অন্যতম কারণ হল বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ব্যবসায়ী দেশ হল ইরান। যুদ্ধে আবহে যদি তেল উত্তোলন প্রভাবিত হয়, তবে যেমন বিশ্বজুড়েই তেলের দাম বাড়বে, তেমনই আবার যুদ্ধ পরিস্থিতিতে তেল আমদানি করতেও খরচ বাড়বে অনেকটাই।

In Depth Story on Iran-Israel War: যুদ্ধ করছে ইরান-ইজরায়েল, মাশুল চোকাবে ভারত! কেন, কীভাবে?
যুদ্ধের সাতে-পাঁচে না থেকেও কেন মাশুল দেবে ভারত?Image Credit source: PTI

|

Oct 03, 2024 | 2:55 PM

নয়া দিল্লি: ধিকি ধিকি আগুন জ্বলছিল আগে থেকেই। শেষমেশ বেধেই গেল যুদ্ধ। আর রাখঢাক নয়, এবার সম্মুখ সমরে ইজরায়েল-ইরান। একদিকে যেখানে পেজার, ওয়াকি-টকি বিস্ফোরণে কাঁপছে লেবানন, এয়ার স্ট্রাইকে হিজবুল্লা প্রধানকে খতম করা হয়েছে, সেখানেই ২০০ ব্যালেস্টিক মিসাইল দিয়ে আঘাত হেনে পাল্টা জবাব দিয়েছে ইরান। এই যুদ্ধ যে ভয়ঙ্কর আকার নিতে চলেছে, তা আন্দাজ করতে পারছে বিশ্বের সমস্ত শক্তিধর দেশই। আমেরিকা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে, যুদ্ধে ইজরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে চোখ রাঙিয়েছে ইরানকে। এই পরিস্থিতিতেই চিন্তায় ভারত। যুদ্ধের ময়দানে না থেকেও ক্ষতির আশঙ্কায় ঘুম উড়েছে অনেকের। এক ঝটকায় তেলের দাম বাড়ার সম্ভাবনা প্রবল। কেন? গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ-র তথ্য অনুযায়ী, ইজরায়েল, লেবানন, ইরান, জর্ডানের মতো দেশে যুদ্ধ ভারতের বাণিজ্যকে ক্ষতিগ্রস্থ করছে। এর কারণ এই দেশগুলির সঙ্গে সরাসরি বাণিজ্য করে ভারত। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনেরও দাবি, ইজরায়েল ও ইরানের মধ্য়ে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন