Iraq: আইএস জঙ্গিদের নিশানায় শৈশব, গেম কন্ট্রোলার-টিভি রিমোটেও ভরা বিস্ফোরক!

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 25, 2023 | 8:19 AM

ISIS in Iraq: প্লেস্টেশন কন্ট্রোলার এবং টিভি রিমোটের মতো প্রতিদিনের ব্যবহার্য পণ্যগুলিই পরিণত হচ্ছে বোমায়। প্রধাণত শিশু এবং অসামরিক নগরিকদের নিশানা করতেই এই নয়া কৌশল নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী, এমনটাই মনে করা হচ্ছে।

Iraq: আইএস জঙ্গিদের নিশানায় শৈশব, গেম কন্ট্রোলার-টিভি রিমোটেও ভরা বিস্ফোরক!
এই সকল যন্ত্রেই বিস্ফোরক ভরে দিচ্ছে আইএসআইএস
Image Credit source: Twitter

Follow Us

বাগদাদ: আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর নিষ্ঠুরতা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তবে সম্প্রতি জানা গিয়েছে, আরও ভয়ঙ্কর খেলায় মেতেছে এই গোষ্ঠীর সন্ত্রাসবাদী সেল। তাদের হামলার নতুন লক্ষ্য হল শিশুরা। এর জন্য আইএস জঙ্গিরা ভিডিয়ো গেম কন্ট্রোলার এবং মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে বিস্ফোরক ভরে দিচ্ছে। ফলে, প্লেস্টেশন কন্ট্রোলার এবং টিভি রিমোটের মতো প্রতিদিনের ব্যবহার্য পণ্যগুলিই পরিণত হচ্ছে বোমায়। প্রধাণত শিশু এবং অসামরিক নগরিকদের নিশানা করতেই এই নয়া কৌশল নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী, এমনটাই মনে করা হচ্ছে।

ইরাকের যে যে শহরগুলি আইএস জঙ্গিদের দখলমুক্ত হয়, সেই সব শহর থেকে বোমা, বিস্ফোরক ও অন্যান্য অস্ত্রশস্ত্র সাফ করার কাজ করে মাইনস অ্যাডভাইজরি গ্রুপ নামে এক দাতব্য সংস্থা। সম্প্রতি ইরাকের এরকমই এক শহরে সাফাইয়ের কাজ চালানোর সময়, তারা বিস্ফোরক লাগানো বিভিন্ন পণ্য পেয়েছে। সংস্থার অন্যতম সদস্য সালাম মহম্মদ একাই শহরের বিভিন্ন স্কুল, হাসপাতাল এবং বাড়ি থেকে অন্তত ২,৩০০টি এমন বিস্ফোরক লাগানো যন্ত্র এবং বুবি ট্র্যাপ নিষ্ক্রিয় করেছেন৷ গত নয় বছর ধরে ইরাকের একের পর এক শহরে এই কাজ করে চলেছেন সালাম।

তিনি বলেছেন, “আইএসআইএস মানুষকে আতঙ্কে রাখতে বিভিন্ন কৌশল ব্যবহার করেছে। কিছু মাইন মাটিতে পুঁতে রাখা হয়েছে, বাকিগুলি মসজিদ, বাড়ি, স্কুলের মতো জায়গায় রাখা হয়েছে। রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের মতো বড় মাপের ইলেকট্রনিক যন্ত্রের মধ্য থেকেও আমরা বিস্ফোরক পেয়েছি। আট মাস ধরে শহরের একটি এলাকা আইএসআইএসের দখলে ছিল। সেখানে আমরা ২৫টি বাড়িতে এই রকম বিস্ফোরক ভরা জিনিস পেয়েছি। একেকটি বাড়িকে সম্পূর্ণ বিস্ফোরক মুক্ত করতে কখনও কখনও কয়েক মাস সময় লেগেছে। মানিব্যাগ থেকে রান্নাঘরের স্টোভে পর্যন্ত বিস্ফোরক ভরা ছিল।”

সমস্ত বিস্ফোরককে নিষ্ক্রিয় করে, সালাম এবং তাঁর দল ইরাকের একের পর এক শহরকে ফের বাসযোগ্য করে তুলছেন। একটি একটি করে বাড়িগুলি নিষ্ক্রিয় করতে তাঁদের বম্ব স্কোয়াড কঠোর পরিশ্রম করে চলেছে। এর জন্য স্থানীয় বাসিন্দারা সালামের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। অবশ্য তাঁদের মুখে ধন্যবাদ শুনলে বিব্রতই হন এই মানুষটি।

Next Article