ডাবলিন: নিজের জীবনে ইতি টানতে চেয়েছিলেন। সেই কাজের জন্য ৫০টিও বেশি AA ও AAA ব্যাটারি খেয়েছিলেন এক মহিলা। কিন্তু তাতে মৃত্যু তো হয়নি, উল্টে প্রবল অস্বস্তি ও পেটে ব্যথা শুরু হয়। সম্প্রতি চিকিৎসকরা ৬৬ বছরের ওই মহিলার পাকস্থলী ও অন্ত্র থেকে ওই ব্যাটারি অস্ত্রোপচার করে বের করেছেন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে। ঘটনার কথা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা।
আইরিশ মেডিক্যাল জার্নালে এই ঘটনার কথা প্রকাশিত হয়েছিল। সেই জার্নাল থেকে জানা গিয়েছে, ডাবলিনের সেন্ট ভিনসেন্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালে হয়েছে এই অস্ত্রোপচার। এক্স-রে রিপোর্টে দেখা যায় ওই মহিলার গ্যাস্ট্রোইনটেস্টিনাল নালিতে প্রচুর সিলিন্ড্রিক্যাল ব্যাটারি জমে রয়েছে। কিন্তু এত ব্যাটারি থাকা সত্ত্বেও ওই ব্যাটারিগুলি খাদ্যনালিকে পুরোপুরি ব্লক করেনি।
মলের মাধ্যমে ব্যাটারিগুলি যাতে বেরিয়ে যেতে পারে সে জন্য প্রথমে অপেক্ষা করেছিলেন চিকিৎসকরা। নরম খাবার যা খেলে মলত্যাগ সহজ হবে, সে রকম খাবার খেতে দিয়েছিলেন ওই মহিলাকে। মলের মাধ্যমে মাত্র পাঁচটি AA ব্যাটারি বের হয়। এর পর একাধিক বার এক্স-রে করে দেখা যায়, অধিকাংশ ব্যাটারি আটকে রয়েছে ওই মহিলার শরীরে। এবং এই মহিলার পেটে ব্যথাও বাড়তে থাকে। ব্যাটারির ভারে ঝুলে গিয়েছিল মহিলার পেটও।
কোনও উপায় না দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। মহিলার পেটে একটি ছোট ফুটো করা হয়। সেখান দিয়ে পাকস্থলী থেকে বের করে আনা হয় ৪৬টি AA ও AAA ব্যাটারি। সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বাকি চারটি ব্যাটারি আটকে ছিল অন্ত্র এবং পায়ুদ্বারে। সব মিলিয়ে ওই মহিলার দেহে ৫৫টি ব্যাটারি ঢুকেছিল।
এই ঘটনা নিয়ে ডাবলিনের চিকিৎসকরা বলেছেন, “এক সঙ্গে এত সংখ্যক ব্যাটারি শরীরে ভিতর ঢুকে যাওয়ার ঘটনা এই প্রথম ঘটল। নিজের শরীরের ক্ষতি করার উদ্দেশ্য়েই এই কাজ করেছিলেন ওই মহিলা। তিনি এখন সুস্থ রয়েছেন।” এই কাজ কাজ শরীরের বিভিন্ন পেশী অকেজো করতে পারে বলে সাবধান করেছেন চিকিৎসকরা।