Israel Air Strike on Gaza : গাজ়া হামলায় মৃত ১০, মাথায় গোলাপী বো নিয়েই কবরে একরত্তি, ‘কী দোষ ছিল?’ প্রশ্ন শোকার্ত দাদুর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Aug 06, 2022 | 2:44 PM

Israel Air Strike on Gaza : শনিবার সকালে প্য়ালেস্টাইনের গাজ়া ভূখণ্ডে এয়ারস্ট্রাইক করে ইজরায়েল। সেই হামলায় ১০ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। জখম হয়েছেন ৭৯ জন।

Israel Air Strike on Gaza : গাজ়া হামলায় মৃত ১০, মাথায় গোলাপী বো নিয়েই কবরে একরত্তি, কী দোষ ছিল? প্রশ্ন শোকার্ত দাদুর
ছবি সৌজন্যে : টুইটার (@MiddleEastEye)

Follow Us

গাজ়া : শনিবার সকালে গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েল এয়ার স্ট্রাইক করে। সেই হামলায় প্যালেস্টাইনের প্রায় ১০ জন সাধারণ নাগরিক মারা গিয়েছেন। জখম হয়েছেন ৭৯ জন। ইজরায়েলের রকেট হামলার পাল্টা জবাব দিয়েছে প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠীও। ইজরায়েলের তরফে দাবি করা হয়েছে, অন্ততপক্ষে ১৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে সেই হামলায়। এদিকে সদ্য নির্বাচিত ইজরায়েলের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইয়াইর ল্যাপিড এই হামলার পিছনে যুক্তি দিয়েছেন, দেশের নিরাপত্তায় কিছু আশঙ্কা থাকার কারণে এই হামলা করতে বাধ্য হয়েছে ইজরায়েল।

ইজরায়েলের যুদ্ধবিমান হামলায় প্যালেস্টাইনের বহু জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ হয়ে গিয়েছে। চুপ থাকেনি প্যালেস্টাইনও। তারাও পাল্টা রকেট হামলা করে এর জবাব দিয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে গাজ়া ভূখণ্ডের ১০ জনের। জখম হয়েছেন আরও ৭৯ জন। হামাস নিয়ন্ত্রিত এক স্বাস্থ্য সংস্থা এই খবর নিশ্চিত করেছে। এই ১০ জনের মধ্যে রয়েছে এক পাঁচ বছরের ফুটফুটে মেয়ে। মেয়েটির নাম আলা কাদুম। পাঁচ বছরেই পৃথিবীর জল-হাওয়া-বাতাস থেকে বঞ্চিত এই একরত্তি। তার ছোট্ট দেহটি সাদা কাপড়ে মুড়ে কবর দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিবারের সদস্যের কোলে ছোট্ট পাঁচ বছরের আলা। মাথায় গোলাপী রঙের বো তখনও অক্ষত। মিডল ইস্ট আই নামের এক সংবাদ মাধ্যম আলার অন্ত্যোষ্টির ভিডিয়োটি টুইট করেছে।

সেই সংবাদ মাধ্যমের কাছে প্রশ্ন তুলেছেন আলার ঠাকুরদা। ওই নিষ্পাপ শিশুটির কী এমন অপরাধ। তিনি বলেছেন, ‘সে নার্সারি স্কুলে যাওয়ার স্বপ্ন দেখেছিল। একটি ব্যাগ ও জামা চেয়েছিল সে…এই নিষ্পাপ মেয়েটি। সে কি যুদ্ধ করছিল নাকি কোনও রকেট হামলার দায়িত্বে ছিল? কী করেছিল সে?’

Next Article