গাজা: দুই সপ্তাহ পার, তবুও কমছে না যুদ্ধের আঁচ। বৃহস্পতিবার রাতভর গাজা স্ট্রিপে হামলা চালাল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সূত্রের খবর, মধ্য রাতে গাজা স্ট্রিপ লক্ষ্য করে শতাধিক মিসাইল ছোড়ে ইজরায়েল সেনা। বোমাবর্ষণে হামাসের নৌবাহিনীর এক সদস্য মারা গিয়েছেন। হামাসের ওই কম্যান্ডার গত ৭ অক্টোবরের প্রথম হামলায় জড়িত ছিলেন। হামাসের বায়ুসেনার ঘাঁটিতেও এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। ইজরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে হামলা চালানোর পরই পাল্টা হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা, এমনটাই দাবি। লেবানন সীমান্তে হিজবুল্লার ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্য় রাত থেকে গাজার মেফালসিম ও নির আম এলাকায় অ্যালার্ট জারি করা হয়। এই জায়গাগুলি আগেই ফাঁকা করে দেওয়া হয়েছিল। এরপরই ইজরায়েলের দিক থেকে একের পর এক মিসাইল বর্ষণ করা হয়। শতাধিক মিসাইল বর্ষণে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি।
অন্য়দিকে, গাজার একটি চার্চেও গোলাবর্ষণ করা হয়েছে। বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
Prime Minister Benjamin Netanyahu met with soldiers from the IDF Golani Brigade 51st Battalion at an assembly point near Gaza.
“I am here with Golani soldiers from all parts of the country. They have fought like lions and will fight like lions.” pic.twitter.com/ZsdR9wpkEO
— Prime Minister of Israel (@IsraeliPM) October 19, 2023
ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইজরায়েল-হামাসের যুদ্ধে ৩০১ জন আহত হাসপাতালে ভর্তি। এদের মধ্যে ৪৮ জনের অবস্থা গুরুতর, বাকি ১৭৩ জনের অবস্থা স্থিতিশীল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও অবধি ৪৮৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৪০০ জনকে খুন করা হয়েছে। কমপক্ষে ২০৩ জনকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, এ দিন সকালেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সীমান্তের কাছে ইজরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেন। সেনাদের মনোবল বাড়াতে তিনি বলেন, “আমি এখানে গোলানি সেনাদের সঙ্গে রয়েছি। ওরা সিংহের মতো লড়েছে এবং আগামিদিনেও লড়বে।”