Israel-Hamas War: ধুঁকছে গাজা, ইজরায়েল বিমানবন্দরে লাগাতার গোলাবর্ষণ হামাসের, বন্ধ উড়ান পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2023 | 7:12 AM

Israel Hamas Conflict: শনিবার যুদ্ধ শুরুর পর হামসা বাহিনীকে শায়েস্তা করতে, দুদিন আগেই ইজরায়েল গাজায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা। একমাত্র ভরসা ছিল প্যালেস্তাইনের বিদ্য়ুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎ কেন্দ্রটিও বুধবার কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে।

Israel-Hamas War: ধুঁকছে গাজা, ইজরায়েল বিমানবন্দরে লাগাতার গোলাবর্ষণ হামাসের, বন্ধ উড়ান পরিষেবা
গাজা স্ট্রিপে ইজরায়েলের পাল্টা হামলা।
Image Credit source: AFP

Follow Us

জেরুজালেম: একদিকে ইজরায়েল (Israel) জুড়ে লাগাতার গোলাবর্ষণ, অন্যদিকে অন্ধকারে ডুবে গাজা(Gaza)। ইজরায়েল ও প্যালেস্তাইনের হামাস বাহিনীর যুদ্ধে নিহতের সংখ্যা প্রায় ৪ হাজার পার করতে চলেছে। আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে হামাসের (Hamas) হামলার পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলি সেনা। গাজা স্ট্রিপ, যেখান থেকে হামাস ইজরায়েলের উপরে প্রথম হামলা শুরু করেছিল, তা বুধবার সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। এদিকে, বুধবার ইজরায়েল বিমানবন্দরে লাগাতার গোলাবর্ষণ করে হামাস বাহিনী। বিপদ এড়াতে ওই বিমানবন্দরে উড়ান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার যুদ্ধ শুরুর পর হামসা বাহিনীকে শায়েস্তা করতে, দুদিন আগেই ইজরায়েল গাজায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মতো বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ পরিষেবা। একমাত্র ভরসা ছিল প্যালেস্তাইনের বিদ্য়ুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎ কেন্দ্রটিও বুধবার কাজ করা বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে। এরপরই সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায় গাজা।

আগেই খাবার, পানীয় জল ও জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছিল ইজরায়েল। ফলে তীব্র সঙ্কটে পড়েছে ‘নির্দোষ’ গাজাবাসী। জানা গিয়েছে, যুদ্ধ শুরুর পর ১ লক্ষ ২৭ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন রাষ্ট্রপুঞ্জের স্কুলগুলিতে। ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাও। হাসপাতালগুলিতে বিপুল সংখ্যক আহত মানুষ ভিড় করছেন, এদিকে প্রাথমিক চিকিৎসাটুকু ছাড়া আর কিছু করার সুযোগ বা ব্য়বস্থা নেই সেখানে।

রাষ্ট্রপুঞ্জের তরফে অনুরোধ করা হয়েছে, অবিলম্বে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। গাজাবাসীদের উদ্ধারের জন্য মানব করিডর তৈরির আর্জি হু।

যুদ্ধে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত, আমেরিকা, ব্রিটেন সহ একাধিক দেশ। বুধবার ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ইজরায়েলে যান। সেখানে তিনি আহতদের সঙ্গে দেখা করেন। কথা বলেন ইজরায়েলের রাষ্ট্রনেতারা।

Next Article