গাজা সিটি: গত তিনদিনে বারবার গাজার সবথেকে বড় হাসপাতাল, আল শিফায় হামলা চালিয়েছে ইজরয়েলি বাহিনী। আইসিইউ-সহ একাধিক বিভাগের কাজকর্ম বন্ধ করে দিতে হয়েছে। হাসপাতালে হামলা নিয়ে গোটা বিশ্বে সমালোচনার মুখে পড়েছে তেল আবিব। এই অবস্থায়, শুক্রবার এক চাঞ্চল্যকর দাবি করল ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের দাবি, হাসপাতালের বহিরঙ্গনে, হামাস গোষ্ঠীর একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। অর্থাৎ, এতদিন ধরে ইজরায়েল যে দাবি করছিল, হাসপাতালগুলিতে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস, তার সপক্ষে প্রমাণ জোগার করল তারা। হাসপাতাল চত্বর থেকেই হামাসের হাতে যুদ্ধবন্দি হওয়া এক মহিলার দেহও উদ্ধার করেছে তারা বলে, দাবি ইজরায়েলি বাহিনীর। অন্যদিকে, রাষ্ট্রপুঞ্জের প্যালেস্তিনীয় উদ্বাস্তু সংস্থা জানিয়েছে, ইজরায়েলি সেনা ও হামাস গোষ্ঠীর তীব্র লড়াইয়ের মধ্যে গাজা ভূখণ্ড একেবারে অবরুদ্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে প্যালেস্তিনীয় নাগরিকদের জন্য কোনও সাহায্য বিতরণ করা সম্ভব হচ্ছে না।
এদিন, ইজরায়েলি বাহিনী একটি ভিডিয়ো প্রকাশ করেছে। ভিডিয়োটিতে আল শিফা হাসপাতালের বাইরে একটি সুড়ঙ্গের প্রবেশদ্বার দেখা গিয়েছে। মাটির নীচে, কংক্রিট এবং কাঠের ধ্বংসস্তূপে ঘেরা একটি গভীর গর্ত দেখা গিয়েছে ভিডিয়োটিতে। ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, হাসপাতালে প্রচুর পরিমাণে অস্ত্র মজুত করা একটি গাড়িও পাওয়া গিয়েছে। একে-৪৭, আরপিজি, স্নাইপার রাইফেল, গ্রেনেড এবং অন্যান্য বিস্ফোরক উদ্ধার করা হয়েছে গাড়িটি থেকে। বুধবারই, আল শিফা হাসপাতাল হামাসের একটি আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার বলে দাবি করে ওই হাসপাতালে অভিযান চালিয়েছিল ইজরায়েলি বাহিনী।
EXPOSED:
In the Shifa Hospital complex, IDF troops found a hidden booby-trapped vehicle containing a large number of weapons, including:
· AK-47s
· RPGs
· sniper rifles
· grenades
· other explosivesSee for yourself: pic.twitter.com/TApCThR9OM
— Israel Defense Forces (@IDF) November 16, 2023
ইজরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, আল-শিফা হাসপাতালের কাছেই পাওয়া গিয়েছে ৬৫ বছরের ইজরায়েলি মহিলা ইহুদিত ওয়েইসের মৃতদেহ। কিবুতজ বেইরির এই বাসিন্দাক ৭ অক্টোবর অপহরণ করেছিল হামাস। গাজা শহর থেকে তাঁর দেহ ইজরায়েলে ফিরিয়ে এনেছে বাহিনী। তবে, তাঁকে কীভাবে বা কখন হত্যা করা হয়েছে, তার কোনও বিশদ বিবরণ দেওয়া হয়নি।
এদিকে, হামাস জানিয়েছে, আল শিফাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার যে দাবি ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে করা হচ্ছে, তা ‘একটি নির্লজ্জ মিথ্যা আখ্যান’। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তাদের প্রাথমিক গোয়েন্দা তথ্য অনুযায়ী হামাস একটি কমান্ড নোড হিসাবে আল-শিফা হাসপাতাল ব্যবহার করছে। এর ফলে, হাসপাতালের কর্মী এবং রোগীদের জীবনের ঝুঁকি বেড়েছে বলে জানিয়েছে আমেরিকা। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, আল শিফা হাসপাতালে কয়েকজন যুদ্ধবন্দিকে রেখেছিল হামাস। সেই কারমেই হাসপাকালে অভিযান চালিয়েছে সেনা। তবে, অভিযানের সময় কোনও যুদ্ধবন্দিকে পাওয়া যায়নি। নেতানিয়াহুর দাবি, অভিযানের আগে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
כוחות צה”ל ממשיכים לפעול ולאתר תשתיות טרור בבתי חולים בשימוש ארגון הטרור חמאס; בבית החולים שיפאא’ נחשפו תשתיות טרור, פיר מנהור מבצעי ורכב שהוכן לטבח ב-7/10 ובו אמצעי לחימה רבים.
הכתבה המלאה >>https://t.co/cUd5H35fm9 pic.twitter.com/hvSMR61XB6
— צבא ההגנה לישראל (@idfonline) November 16, 2023
নেতানিয়াহু আরও দাবি করেছেন, যুদ্ধের সময় অসামরিক নাগরিকদের যাতে ক্ষতি না হয়, তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ইজরায়েল। তবে, অসামরিক ব্যক্তিদের হতাহতের সংখ্যা কমানোর এই প্রচেষ্টা যে সফল হয়নি, তাও মেনে নিয়েছেন তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ভারত বলেছে, অসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতেই হবে।