Gaza Journalists Death: যুদ্ধের ভয়াবহতা দেখিয়েছেন রোজ, গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, IDF দাগিয়ে দিল হামাস জঙ্গি হিসাবে
Israel Strike Gaza: গাজার আল শিফা হাসপাতালে হামলা চালায় ইজরায়েল। আইডিএফের দাবি, সাংবাদিকদের মধ্যে একজন হামাস নেতা ছিলেন।

গাজা: যুদ্ধের ভয়াবহতা, গাজার বাসিন্দাদের অনাহার, দুর্দশার ছবি দেখাচ্ছিলেন তাঁরা। ইজরায়েলি হামলায় নিহত আল জাজি়রার কমপক্ষে ৫ জন সাংবাদিক। গাজার আল শিফা হাসপাতালে হামলা চালায় ইজরায়েল। আইডিএফের দাবি, সাংবাদিকদের মধ্যে একজন হামাস নেতা ছিলেন।
গাজার আল শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের তাঁবুতে ছিলেন আল জাজি়রার সাংবাদিক আনাস আল-শরিফ, মহম্মদ ওরেকেহ। সঙ্গে ছিলেন ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া, মহম্মদ নৌফাল। ইজরায়েলের সেনা সেই সময়ই হাসপাতালে হামলা চালায়। ৫ সাংবাদিক সহ মোট ৭ জনের মৃত্যু হয়।
Al Jazeera anchor fights back TEARS as he reports on death of his colleagues
Anas al-Sharif killed by Israel, along with network’s ENTIRE team in Gaza City https://t.co/nHw3hhtNV2 pic.twitter.com/vKLJzVBsP0
— RT (@RT_com) August 10, 2025
কিছুক্ষণ পরই ইজরায়েলি সেনা হামলার কথা স্বীকার করে নেয়। তাদের বিবৃতিতে বলা হয়, আল জাজ়িরার সাংবাদিক আনাস আল-শরিফকেই নিশানা করে হামলা চালানো হয়েছিল। ওই সাংবাদিককে হামাস জঙ্গি বলে দাগিয়ে দিয়েছে ইজরায়েল। হামাসের জঙ্গি সেলের নেতৃত্ব দিতেন নাকি আনাস।
🎯STRUCK: Hamas terrorist Anas Al-Sharif, who posed as an Al Jazeera journalist
Al-Sharif was the head of a Hamas terrorist cell and advanced rocket attacks on Israeli civilians and IDF troops. Intelligence and documents from Gaza, including rosters, terrorist training lists and… pic.twitter.com/ypFaEYDHse
— Israel Defense Forces (@IDF) August 10, 2025
২৮ বছর বয়সী ওই সাংবাদিক মৃত্যুর আগে গাজা শহরে ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণের রিপোর্টিং করেছিলেন। তাঁর মৃত্যুর পর এক্স হ্যান্ডেলে তাঁর শেষ লেখা পোস্ট হয়। তাতে লেখা, “যদি আমার এই কথা আপনাদের কাছে পৌঁছয়, তবে জানবেন ইজরায়েল আমায় মেরে ফেলতে, আমার কণ্ঠ রোধ করতে সফল হয়েছে।”
‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ বা CPJ সংগঠনের দাবি, সাংবাদিকদের জঙ্গি তকমা দেওয়ার প্রবণতা ভয়ঙ্কর। ইজরায়েল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে বলে অভিযোগ CPJ-র। কোনও যুদ্ধে নিরীহ নাগরিক ও সাংবাদিকদের নিশানা করা যায় না, মনে করিয়ে দিল CPJ। সাংবাদিকদের মৃত্যুর নিন্দা প্রকাশ প্যালেস্তিনীয় সাংবাদিক গোষ্ঠীরও।

