রোম: গোপনীয় তথ্য় হাতিয়ে নিচ্ছে চ্যাটজিপিটি(ChatGPT), এই অভিযোগেই ইটালি(Italy)-তে নিষিদ্ধ করা হল চ্যাটজিপিটি। তথ্যের সুরক্ষার পাশাপাশি এবার ভাষার ব্যবহার (Language Use) নিয়েও কড়া হচ্ছে ইটালি সরকার। সম্প্রতিই ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি(Georgia Meloni)-র দল সংসদে একটি খসড়া বিলের প্রস্তাব দিয়েছে যেখানে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি সংস্থাগুলি সরকারি কাজ বা অফিসিয়াল কমিউনিকেশনের ক্ষেত্রে বিদেশি শব্দ ব্যবহার, নির্দিষ্ট করে ইটালিয়ান ভাষার বদলে ইংরেজি ভাষা ব্য়বহার করা হলে ১০০,০০০ ইউরো অবধি জরিমানা করা হবে।
ইটালির প্রধানমন্ত্রীর দলের পেশ করা ওই খসড়া বিল এখনও সংসদে পাশ হয়নি। ওই বিলে ইংরেজি ভাষার ব্য়বহার বাড়ায় ইটালীয় ভাষার অবমাননা ও ক্ষতি করছে এবং সামগ্রিকভাবে সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এই বিলে ইটালীয় ভাষার সংরক্ষণ ও লালনের কথা বলা হয়েছে। বিলে উল্লেখ করা হয়েছে, এটা শুধুমাত্র ফ্য়াশনের বিষয় নয়, এই ফ্যাশন চলে গেলেও ইংরেজি ভাষার অত্য়াধিক ব্যবহার সমাজে দীর্ঘকালীন প্রভাব ফেলছে। সেই কারণেই সমস্ত সরকারি ও বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানকে তাদের পণ্য ও পরিষেবায় ইংরেজির বদলে ইটালীয় ভাষা ব্য়বহারের কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনির দলের তরফে পেশ করা খসড়া বিলে বলা হয়েছে, সরকারি কাজের জন্য যদি কেউ ইটালি ভাষা ব্যবহারের বদলে ইংরেজি ব্যবহার করেন, তবে তাদের ১ লক্ষ ইউরো অবধি জরিমানা দিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ড বেরিয়ে যাওয়ার পরও ইংরেজির ব্যবহার করা যথেষ্ট অবমাননাকর বলে উল্লেখ করা হয়েছে।
যদি এই খসড়া বিল পাস হয়, তবে সরকারি সমস্ত নথি, চাকরির নিয়োগপত্র ইটালীয় ভাষাতেই তৈরি করতে হবে। এমনকী, বিদেশি কর্মী, যারা ইটালীয় ভাষা বলতে পারেন না, তাদেরও যোগাযোগের মাধ্য়ম হিসাবে ইটালীয় ভাষাকেই ব্যবহার করতে হবে। দেশীয় পণ্য ও পরিষেবার প্রচারও ইটালীয় ভাষাতেই করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা ও গোপনীয়তা বজায় রাখার জন্য ইটালি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট চ্য়াটজিপিটি (ChatGPT)-র উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইটালিই প্রথম দেশ, যারা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উপরে নিষেধাজ্ঞা জারি করল।