Japan PM Fumio Kishida: পাইপে বোমা ভরে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 15, 2023 | 9:28 AM

Fumio Kishida Attacked: জাপানের ওয়াকায়ামা শহরে তিনি একটি সভায় বক্তব্য় রাখতে গিয়েছিলেন। সেই সময়ই বিস্ফোরণের শব্দ কানে আসে।

Japan PM Fumio Kishida: পাইপে বোমা ভরে হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা
ফুমিও কিশিদা।

Follow Us

টোকিয়ো: অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Fumio Kishida)। জাপানের (Japan) ওয়াকায়ামা শহরে তিনি একটি সভায় বক্তব্য় রাখতে গিয়েছিলেন। সেই সময়ই বিস্ফোরণের শব্দ কানে আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, পাইপের মতো কোনও একটি প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের সামনে ছুঁড়ে মারা হয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ (Blast) হয়। মনে করা হচ্ছে, স্মোক বা পাইপ বোমা দিয়ে হামলা চালানো হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপরে। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।

সংবাদসংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম জাপানের ওয়াকামা শহরে একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। খোলা জায়গাতেই তাঁর সভা ছিল। প্রধানমন্ত্রী কিশিদা মঞ্চে বক্তব্য রাখতে উঠতেই হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ কানে আসে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।

জাপানের বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কিশিদার মঞ্চের আশেপাশের গোটা এলাকা ধোঁয়ায় ভরা। নিরাপত্তারক্ষীরা গোটা এলাকা ঘিরে ফেলেছেন। ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন, তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রধানমন্ত্রী কিশিদা মঞ্চে উঠতেই তাঁকে লক্ষ্য করে একটি পাইপ জাতীয় বস্তু ছোড়া হয়। ওই পাইপের ভিতরেই স্মোক বম্ব জাতীয় কোনও বিস্ফোরক ভরা ছিল। মাটিতে আছড়ে পড়তেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের শব্দ কানে যেতেই ঝাঁপিয়ে পড়েন নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ ইতিমধ্যেই এক সন্দেহভাজন ব্য়ক্তিকে হামলাকারী সন্দেহে আটক করেছে। তাঁকে জেরা করা হচ্ছে। বিস্ফোরণে প্রধানমন্ত্রী কিশিদা বা অন্য কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, ওয়াকামা শহরে ১ নম্বর জেলায় উপ-নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের জন্যই প্রচার চালাতে গিয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ফিশিং হারবার ঘুরে তাঁর ওয়াকামায় বক্তব্য় রাখার কথা ছিল। কিন্তু মঞ্চে উঠতেই বিস্ফোরণ হয়।

Next Article