ওয়াশিংটন: ফৌজদারি মামলায় অভিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর), তাঁর বিরুদ্ধে পাঁচ বছর আগে মাদকের প্রভাবে থাকা অবস্থায় আগ্নেয়াস্ত্র রাখা সম্পর্কিত তিনটি বিষয়ে তাঁকে অভিযুক্ত করেছে ডেলাওয়্যার ফেডারেল আদালত। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, ২০১৮ সালের অক্টোবরে একটি রিভলভার কেনার সময় মাদকের ব্যবহার সম্পর্কে মিথ্যা কথা বলেছিলেন তিনি। সেই সময় তিনি কোকেনের আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন বাইডন পুত্র। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, আগ্নেয়াস্ত্র কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বাধ্যতামূলকভাবে যে ফর্ম পূরণ করতে হয়, তাতে হান্টার জানিয়েছিলেন, তিনি কোনও মাদকদ্রব্য ও অন্য কোনও নেশার দ্রব্যের বেআইনি ব্যবহার করেন না এবং মাদকে আসক্ত নন। তবে তিনি জানতেন, তাঁর সেই বিবৃতিটি মিথ্যা ও কাল্পনিক ছিল। হান্টারের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি অবৈধভাবে বন্দুকটি রেখেছিলেন। এই অভিযোগগুলি প্রমাণিত হলে তাঁর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি অভিযোগ দায়ের করা হল।
মার্কিন বিচার বিভাগের বিশেষ কাউন্সেল ডেভিড ওয়েইস এই অভিযোগগুলি দায়ের করেছেন। ২০১৮ সাল থেকেই ডেভিড ওয়েইস হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করছেন। গত জুলাই মাসে হান্টার বাইডেন এবং ডেভিড ওয়েইসের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সাজা হবে না, এই শর্তে, তাঁর বিরুদ্ধে ওঠা দুটি কর ফাঁকির অভিযোগ মেনে নিয়েছিলেন হান্টার। জরিমানা-সহ কর ফাঁকির টাকাটা আগেই তিনি পরিশোধ করে দিয়েছিলেন। তবে, হান্টার বাইডেন অন্য কোনও অভিযোগ থেকেও মুক্ত থাকতে পারেন কিনা, এই নিয়ে মত পার্থক্যের জেরে চুক্তিটি ভেঙে গিয়েছিল। নয়া অভিযোগে, ডেভিড ওয়েইস তাঁর বিরুদ্ধে কর ফাঁকির কোনও অভিযোগ আনেননি।
হান্টার বাইডেনের এই আইনি সমস্যা, তাঁর বাবার মার্কিন প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ার লক্ষ্যে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার। পরের বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। হান্টারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে বড় ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য। জো বাইডেনের প্রধান প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নিজের বিরুদ্ধেই চার-চারটি ফৌজদারি মামলার বিচার চলছে। এই পরিস্থিতিতে হান্টার বাইডেনের বিরুদ্ধে ওঠা অভিযোগকে অবশ্যই তিনি পাল্টা অস্ত্র করতে চাইবেন। ইতিমধ্যেই হান্টার বিডেনের বিদেশী ব্যবসায়িক লেনদেনের প্রেক্ষিতে জো বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হয়েছে। তার দু’দিনের মধ্য়েই এই পদক্ষেপ করা হল। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের পূর্ণ সমর্থন ছাড়াই এই পদক্ষেপ করায়, একে ‘অপ্রমাণিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা করেছে হোয়াইট হাউস। তবে ভোটের আগে ছেলের জন্য নিঃসন্দেহে জো বাইডেনের উপর চাপ বাড়ল।