British Royal Family: এত দিন সাহস দেখাননি কেউ, প্রিন্সেস ডায়নার এই জিনিস নিয়ে নিল কেট মিডলটন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 10, 2022 | 12:43 PM

British Royal Family: গতকাল রাজা হিসাবে শপথ গ্রহণের পরই চার্লস তাঁর বড় বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি দেন। জল্পনা ছিল, নিজের শাশুড়ি প্রিন্সেস ডায়নাকে সম্মান জানাতে হয়তো কেট মিডলটনও এই উপাধি গ্রহণ করবেন না।

British Royal Family: এত দিন সাহস দেখাননি কেউ, প্রিন্সেস ডায়নার এই জিনিস নিয়ে নিল কেট মিডলটন...
প্রিন্সেস অব ওয়েলস হলেন কেট মিডলটন।

Follow Us

লন্ডন: শেষ এই উপাধি ব্যবহার করেছিলেন প্রিন্সেস ডায়না। তারপর থেকে আর কেউ ওই উপাধি ব্যবহার করেননি। এবার প্রিন্সেস অব ওয়েলস উপাধিই ব্যবহার করতে চলেছেন তাঁর পুত্রবধূ কেট মিডলটন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরই রাজপরিবারে ব্যাপক বদল এসেছে। নতুন রাজা হয়েছেন রানির পুত্র চার্লস। তিনি আর প্রিন্স চার্লস নন, এখন থেকে তাঁর পরিচয় রাজা তৃতীয় চার্লস। স্বাভাবিকভাবেই উপাধি বদল হয়েছে রানির বড় নাতি প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনেরও। এবার থেকে তারা প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধিতেই পরিচিত হবেন।

রাজপরিবারের নিয়ম অনুযায়ীই রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে রাজা হিসাবে শপথ নেন প্রিন্স চার্লস। কুইন কনসার্ট হয়েছেন তাঁর স্ত্রী ক্য়ামিলিয়া। প্রিন্স চার্লস রাজা হতেই, বদলেছে তাঁর পুত্র উইলিয়ামের উপাধিও। এবার থেকে তিনি পরিচিত হবেন প্রিন্স অব ওয়েলস হিসাবে। তাঁর স্ত্রী হিসাবে কেট মিডলটন পাবেন প্রিন্সেস অব ওয়েলস উপাধি। উল্লেখ্য, ব্রিটেনের রাজপরিবারের পরবর্তী উত্তরাধিকারী হন, তিনিই এই প্রিন্স অব ওয়েলস উপাধি পান। এর আগে এই উপাধি ব্যবহার করতেন প্রিন্স চার্লস। তবে তাঁর স্ত্রী ক্যামিলিয়া কখনওই প্রিন্সেস অব ওয়েলস উপাধি ব্যবহার করেননি।

গতকাল রাজা হিসাবে শপথ গ্রহণের পরই চার্লস তাঁর বড় বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি দেন। জল্পনা ছিল, নিজের শাশুড়ি প্রিন্সেস ডায়নাকে সম্মান জানাতে হয়তো কেট মিডলটনও এই উপাধি গ্রহণ করবেন না। কিন্তু সবাইকে চমকে দিয়ে কেট ওই উপাধি গ্রহণ করেন। ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার মৃত্যুর পর এই প্রথম ব্রিটেনের রাজপরিবারের কোনও সদস্য প্রিন্সেস অব ওয়েলস উপাধি ব্যবহার করবেন।

এতদিন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ হিসাবেই পরিচিত ছিলেন। প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের পাশাপাশি এবার থেকে তাঁরা ডিউক ও ডাচেস অব কর্নওয়েল হিসাবেও পরিচিত হবেন। এই উপাধিও এতদিন উইলিয়ামের বাবা প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলিয়া ব্যবহার করতেন।

Next Article