ব্রিটেন: ব্রিটিশ রাজ পরিবারের যুবরানি কেট মিডলটনকে ঘিরে জল্পনা চলছিল অনেক দিন ধরেই। কেন তাঁকে কোথাও দেখা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। জল্পনা চলছিল, রাজ পরিবারের সঙ্গে কি সম্পর্কে ছেদ পড়তে চলেছে কেটের? অবশেষে সেই জল্পনা শেষ করে নিজেই ভিডিয়ো প্রকাশ করলেন কেট মিডলটন। জানালেন, ক্যান্সারে আক্রান্ত তিনি। বর্তমানে চিকিৎসা শুরু হয়েছে তাঁর, চলছে কেমোথেরাপি। বিষয়টা শুরুতে প্রকাশ্যে আনতে চাননি তাঁরা।
প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট জানিয়েছেন, ক্যান্সারের কথা জানতে পেরে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন তাঁরা। কিং চার্লসও ক্যান্সারে আক্রান্ত, তাঁর চিকিৎসা শুরু হয়েছে আগেই। এরই মধ্যে কেট মিডলটনের স্বাস্থ্যের খবরে উদ্বেগ বেড়েছে ব্রিটেনবাসীর মধ্যে। গত জানুয়ারি মাসে তাঁর একটি অস্ত্রোপচার হয়। সেটি সফলও হয়েছিল। তারপরই ক্যান্সার ধরা পড়ে বলে ভিডিয়ো বার্তায় জানিয়েছেন তিনি।
কেট জানিয়েছেন, তাঁকে চিকিৎসকেরা যেমন পরামর্শ দিয়েছেন, সেভাবেই চিকিৎসা চলছে তাঁর। ভিডিয়োতে তাঁকে বেশ ক্লান্ত ও দুর্বল দেখাচ্ছে বলেই মনে করছেন অনুরাগীরা। অসুস্থতার কারণেই রাজ পরিবারের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি। কেট জানিয়েছেন, তাঁর তিন সন্তানকে তাঁর অসুস্থতার খবর জানানো হয়েছেন। যেভাবে বললে তারা বুঝতে পারবে সেভাবেই বলা হয়েছে। তিনি যে চিকিৎসায় সুস্থ হয়ে উঠবেন, সে কথাও বলেছেন সন্তানদের।