Kevin McCarthy: বাইডেনের গদি বাঁচানোর ‘সাজা’, ম্যাককার্থির স্পিকার পদ কেড়ে নিল রিপাবলিকানরা
US House of Representatives: ২৩৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও স্পিকারকে বরখাস্ত করল তাঁরই দল। ডানপন্থী রিপাবলিকানরা কেভিন ম্যাককার্থিকে স্পিকারের পদ থেকে সরানোর প্রস্তাব দিলে কক্ষ দুই শিবিরে ভাগ হয়ে যায়। তবে সকলকে অবাক করে ডেমোক্রাটরাও ম্যাককার্থিকে স্পিকারের পদ থেকে সরানোর পক্ষেই ভোট দেন।
ওয়াশিংটন: বাইডেনের সরকার বাঁচাতে দিয়েছিলেন বিলের প্রস্তাব। তারই সাজা পেলেন রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি (Kevin McCarthy)। ডেমোক্রাট(Democrats)-দের সাহায্য করায় মঙ্গলবার তাঁকেই মার্কিন হাউস অব রিপ্রেসেন্টেটিভের স্পিকার (US House of Representatives Speaker) পদ থেকে সরিয়ে দিল কট্টরপন্থী রিপাবলিকানরা (Republican)।
চরম সঙ্কটে পড়েছিল বাইডেন সরকার। মার্কিন সরকারকে ব্যয় কমাতে হবে এই দাবি তুলেছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সাংসদরা। ডেমোক্রাট-রিপাবলিকানদের বিরোধে আটকে ছিল সমস্ত বিল। সংসদ কার্যত অচল হয়ে যাওয়ায় পতনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল বাইডেন সরকার। গত সপ্তাহের শনিবারই সরকার বাঁচানোর শেষ সময়সীমা ছিল। কিন্তু অচলাবস্থা তো কিছুতেই কাটছে না। ডেমোক্রাটরা বিল পাশ করাতে চাইলেও, ভোটাভুটিতে কিছুতেই রাজি ছিল না রিপাবলিকানরা। শেষ অবধি ডেমোক্রাটদের ত্রাতা হয়ে ওঠেন রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাককার্থি। তিনিই স্টপগেট বিলের প্রস্তাব দেন। মার্কিন কংগ্রেসে ভোটাভুটিতে পাশও হয়ে যায় সেই বিল। রক্ষা পায় বাইডেন সরকার।
দেশের জনগণের কথা ভেবেই ম্যাককার্থি স্টপগেট বিলের প্রস্তাব দিলেও তাতে বেজায় চটে যান রিপাবলিকানরা। স্পিকার পদ থেকে বরখাস্ত করা হয় ম্যাককার্থিকে। ২৩৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনও স্পিকারকে বরখাস্ত করল তাঁরই দল। ডানপন্থী রিপাবলিকানরা কেভিন ম্যাককার্থিকে স্পিকারের পদ থেকে সরানোর প্রস্তাব দিলে কক্ষ দুই শিবিরে ভাগ হয়ে যায়। তবে সকলকে অবাক করে ডেমোক্রাটরাও ম্যাককার্থিকে স্পিকারের পদ থেকে সরানোর পক্ষেই ভোট দেন। ভোটাভুটিতে হেরে যাওয়ার পরই কক্ষ থেকে বেরিয়ে যান কেভিন ম্যাককার্থি। নিজের দল বা বিরোধী দল নিয়ে একটিও শব্দ খরচ করেননি তিনি।
ফ্লোরিডার কনজারভেটিভ নেতা ম্যাট গেটজ়ই ম্যাককার্থিকে স্পিকার পদ থেকে সরানোর প্রস্তাব এনেছিলেন। তিনি বলেন, “কেভিন ম্যাককার্থির এভাবে পতন হল কারণ কেউ ওনাকে আর বিশ্বাস করেন না। কেভিন অনেক এমন দলবিরোধী প্রতিশ্রুতি দিয়েছিলেন।”