Gas supply: ঘূর্ণিঝড় মোখা-র জেরে গ্যাস সরবরাহ বন্ধ, শিকেয় উঠেছে রান্না থেকে কারখানার উৎপাদন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

May 14, 2023 | 9:07 PM

Gas supply stopped: এক কাপ চায়ের দাম হয়েছে ২০ টাকা। আবার ৮ টাকার পরোটার দাম উঠেছে ১২ টাকায়। এদিকে, গ্যাসচালিত গাড়ি চলাচল শনিবার থেকে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে অন্যান্য গাড়ির চালকেরা বেশি ভাড়া নিচ্ছে।

Gas supply: ঘূর্ণিঝড় মোখা-র জেরে গ্যাস সরবরাহ বন্ধ, শিকেয় উঠেছে রান্না থেকে কারখানার উৎপাদন
গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় সমস্যায় গৃহস্থেরা।

Follow Us

ঘূর্ণিঝড় ‘মোখা’-য় তাণ্ডবে একদিকে যখন লণ্ডভণ্ড কক্সবাজার সহ বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকা, তখন অন্যদিকে, গ্যাস-সংকটে নাজেহাল চট্টগ্রামের বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গ্যাসের অভাবে রান্না বসছে না সবচেয়ে খারাপ অবস্থা হস্টেল, মেসগুলিতে। হোটেল-রেস্টুরেন্টেও খাবারের দাম বেড়ে গিয়েছে। পাশাপাশি রাস্তায় গ্যাসচালিত গাড়ির সংখ্যা কমেছে। ফলে বেড়েছে গাড়ির ভাড়া। অন্যদিকে, কারখানার উৎপাদনও কমেছে। তবে শীঘ্রই এই পরিস্থিতির পরিবর্তন হবে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জানা গিয়েছে, ঘূর্ণিঝড় ‘মোখা’-র প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহকারী মহেশখালি সাহরে ভাসমান দুটি LNG টার্মিনাল বন্ধ রাখা হয়েছে। যার ফলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। আর তার ফলেই চরম সমস্যায় পড়েছে গৃহস্থ থেকে নিত্যযাত্রী সহ কারখানার শ্রমিক-মালিকেরা।

গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় হোটেল, রেস্তোরাঁ থেকে খাবারের দোকানগুলিতেও চা থেকে সমস্ত রান্না করা খাবারের দাম অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। কেননা অনেকের বাড়িতেই উনুন জ্বলছে না। ফলে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে। আর তারই সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। যেমন, এক কাপ চায়ের দাম হয়েছে ২০ টাকা। আবার ৮ টাকার পরোটার দাম উঠেছে ১২ টাকায়। এদিকে, গ্যাসচালিত গাড়ি চলাচল শনিবার থেকে কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ফলে অন্যান্য গাড়ির চালকেরা বেশি ভাড়া নিচ্ছে। এর উপর ঘন-ঘন লোডশেডিং শুরু হয়েছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছে।

তবে আগামী দু-দিনের মধ্যে গ্যাস সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১২ দিন সময় লেগে যাবে বলেও জানিয়েছেন তিনি।

Next Article