AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aircraft Crashed: ওড়ার মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ে হল আগুনের গোলা, আবার একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা

Aircraft Crashed: জানা গিয়েছে, লম্বায় ১২ মিটারের ওই বিমানে সর্বোচ্চ যাত্রীর সংখ্যা চালক নিয়ে ১১। এদিন সাউথএন্ড থেকেই নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু পরক্ষণেই পরিণত হল ভগ্নাবশেষে।

Aircraft Crashed: ওড়ার মুহূর্তেই মাটিতে আছড়ে পড়ে হল আগুনের গোলা, আবার একটা ভয়াবহ বিমান দুর্ঘটনা
ঘটনাস্থলের ছবিImage Credit: X
| Updated on: Jul 13, 2025 | 11:26 PM
Share

লন্ডন: রাতবিরেতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ওড়ার পর মুহূর্তেই ভেঙে পড়ল আস্ত বিমান। রানওয়ে গ্রাস করল লেলিহান আগুন।

ঘটনা লন্ডনের। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার রাতে লন্ডনের সাউথএন্ড বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। যার জেরে ব্যাহত অন্য বিমান পরিষেবা। আগুন ছড়িয়েছে রানওয়েতে। এসেক্স পুলিশ সূত্রে জানা গিয়েছে, লন্ডনের সময় অনুযায়ী, বিকাল ৪টা নাগাদ একটি ছোট আকৃতির বিমান এই দুর্ঘটনার কবলে পড়ে।

ওড়ার মুহূর্তেই ভেঙে পড়ে সেটি। সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন। তড়িঘড়ি পাঠানো হয় ঘটনাস্থলে পাঠানো হয় বিমানবন্দরে মোতায়েন থাকা পুলিশ ও চিকিৎসকদের। জানা গিয়েছে, লম্বায় ১২ মিটারের ওই বিমানে সর্বোচ্চ যাত্রীর সংখ্যা চালক নিয়ে ১১। এদিন সাউথএন্ড থেকেই নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। কিন্তু পরক্ষণেই পরিণত হল ভগ্নাবশেষে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওড়ার মুহূর্তে ভেঙে মাটিতে আছড়ে পড়তেই আগুনের গোলার মতো রানওয়েতে ছুটতে থাকে এটি। বিস্ফোরণের মাত্রা তীব্র। কিন্তু কারওর মৃত্যু হয়েছে কিনা সেই নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। বিমান বিপর্যয়ের সঠিক কারণটাই বা কী, সেই নিয়েও কোনও তথ্য মেলেনি। তবে প্রশাসনিক মহলের একাংশের ধারণা, দুর্ঘটনার ভয়বহতা এতটাই যে বেঁচে ফেরার সম্ভবনা অনেকটাই কম।