কয়েক কোটি টাকার প্রতারণা, সাত বছরের জেল গান্ধীজির প্রপৌত্রীর

Jun 08, 2021 | 3:52 PM

মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) প্রপৌত্র আশিস লতা রামগোবিনের বিরুদ্ধে ৩.২২ কোটি টাকার জালিয়াতির অভিযোগ উঠেছে।

কয়েক কোটি টাকার প্রতারণা, সাত বছরের জেল গান্ধীজির প্রপৌত্রীর
ছবি- টুইটার থেকে প্রাপ্ত

Follow Us

কেপ টাউন: প্রাথমিক ভাবে আটক করা হয়েছিল গান্ধীজির প্রপৌত্রী আশিস লতা রামগোবিনকে। পরে তাঁকে সাত বছরের জেলের সাজা দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে তাঁর বিরুদ্ধে ৬.২ মিলিয়ন বা ভারতীয় মুদ্রায় ৩.২২ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি আদালত তাঁর এই আজা ঘোষণা করেছে।

এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। ২০১৫ সালে ঘটে ওই ঘটনা। জানা গিয়েছে, কিছু কাগজপত্র দেখিয়ে ওই টাকা নেন রামগোবিন। কিন্তু সে সব কাগজপত্র আসলে ছিল ভুয়ো। অভিযোগ, এই ব্যবসায়ীর সঙ্গে আলাপের পর রামগোবিন তাঁকে জানিয়েছিলেন যে তিনি খুবই আর্থিক সংকটে ভুগছেন। এদিকে, ভারত থেকে তাঁর অর্ডার করা তিনটি কন্টেনার ভরতি লিনেন কাপড় বন্দরে আটকে রয়েছে। সেগুলি ছাড়িয়ে আনতে প্রচুর টাকা আমদানি শুল্ক দিতে হবে। মহারাজের কাছে সেই টাকা সাহায্য হিসেবে চান রামগোবিন।

রামগোবিন বলেছিলেন, মহারাজ পরবর্তীকালে ব্যবসার লাভের অংশ পাবেন। এরপর কিছু ভুয়ো কাগজপত্রও ওই ব্যবসায়ীকে প্রমাণস্বরূপ পাঠান গান্ধীজির প্রপৌত্রী। এরপর ওই টাকাটি রামগোবিনকে পাঠিয়ে দেন মহারাজ। কিন্তু পরে বুঝতে পারেন, সমস্ত কাগজপত্রই ভুয়ো। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন: ২১ জুন থেকে কার্যকর হবে ভ্যাকসিন নিয়ে নতুন নির্দেশিকা, কী কী থাকছে গাইডলাইনে

প্রাথমিকভাবে আটক করা হয়েছিল গান্ধীজির প্রপৌত্রী তথা গান্ধীজির দ্বিতীয় ছেলে মনিলাল গান্ধীর মেয়ে এলা গান্ধীর কন্যা আশিসলতাকে। পরে এই মামলা এগোলে তাঁকে জেলের সাজা দেয় আদালত। সাত বছর জেলে থাকতে হবে তাঁকে।

Next Article