মস্কো: আরও এক মহামারীর ভ্রুকুটি! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রিমলিনে ইতিমধ্যে একটি মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেজন্যই কী বর্ষশেষের সময় বাঙ্কারে আইসোলেট হতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? বর্ষশেষে বার্ষিক সাংবাদিক বৈঠকে এ বছর পুতিন যোগ না দেওয়ার খবরে এমনই জল্পনা শুরু হয়েছে রাশিয়াজুড়ে।
এবছর শেষ বার্ষিক সাংবাদিক সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টের যোগ না দেওয়ার খবরটি নিশ্চিত করেছে ক্রিমলিনের মুখপাত্র ডিমিত্রি পেসকোভ। যদিও দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে পুতিনের সাংবাদিক বৈঠকে যোগ না দেওয়ার কারণ তিনি স্পষ্ট করেননি। তবে পুতিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এবং সেজন্যই তিনি সাংবাদিক সম্মেলনে আসবেন না বলে ক্রিমলিনের মুখপাত্র জানিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর এখন পুতিনের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।
রাশিয়ান সংবাদ সংস্থা তাস-এর খবর অনুযায়ী, এ বছরে ফ্লু-এ ভাইরাস (H1N1) রাশিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ক্রেতা অধিকার সুরক্ষা এবং মানব কল্যাণের নজরদারির জন্য গঠিত ফেডারেল সার্ভিসের প্রধান আন্না পাপুয়া বলেন, “এবছরের সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতি হল, ফ্লু-এ, যা মারাত্মকভাবে স্বাস্থ্যের উপর আঘাত হানছে। ২০০৯ সালে মহামারীর প্রধান কারণ ছিল ফ্লু-এ (H1N1 ভাইরাস)। ফ্লু-এ ২০০৯ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত মহামারীর আশঙ্কাকে উসকে দিয়েছিল।”
রাশিয়া সরকারের এক আধিকারিকের দাবি, ফ্লু-এ সংক্রমিত রোগ এবং এই রোগে আক্রান্তদের থেকে দূরে থাকার বার্তা দিচ্ছেন প্রেসিডেন্ট। হয়তো এই কারণেই এই ফ্লু তে আক্রান্ত আধিকারিকদের থেকে দূরে থাকার জন্য পুতিন এবার পার্লামেন্টের আপার হাউজে বক্তব্য রাখেননি। কারণ অনেক আধিকারিকই এই ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন।
অন্যদিকে, SVR টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এবার পুতিন উড়াল পর্বতের পূর্বে বাঙ্কারের মধ্যে তাঁর ‘গার্লফ্রেন্ড’ আলিনা কাবায়িভার সঙ্গে নতুন বছর উদযাপন করবেন। যদিও গার্লফ্রেন্ডের বিষয়টি পুরোটাই জল্পনা।
তবে ফ্লু-এ-র বিষয়টি নিছক গুজব নয়। ফ্লু-এ সংক্রমণ ঠেকাতে রাশিয়ার সকল মানুষকে সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছেন আন্না পাপুয়া। করোনা মহামারীর সময়ের মতোই প্রত্যেককে মাস্ক পরা, হাত পরিষ্কার করার বার্তা দিয়েছেন তিনি। কারও মধ্যে ফ্লু-এ সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাঁদের ঘরে থাকার বার্তা দিয়েছেন তিনি।