কুয়ালালামপুর: সমকামী অবৈধ এ রকম দেশে আয়োজিত হয়েছে মিউজিক ফেস্টিভ্যাল। সেখানে গান করতে এসেছিল ব্রিটিশ রক ব্যান্ড। শনিবার অনুষ্ঠান চলাকালীন ওই ব্যান্ডের দুই পুরুষ সদস্য একে অপরকে চুম্বন করেন। এই ঘটনা নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় ওই দেশে। পরিস্থিতির সামলা দিতে ওই সঙ্গীতানুষ্ঠান বাতিল করে দেন আয়োজকরা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় সমকামিতা নিষিদ্ধ। সমকামী সম্পর্ক বা যৌনতায় লিপ্ত হওয়া সে দেশে শাস্তিযোগ্য অপরাধ। সে দেশের এলজিবিটিকিউ মানুষদের প্রায়শই কর্তৃপক্ষের হেনস্থার শিকার হতে হয়।
ব্রিটিশ রক ব্যান্ড দ্য ১৯৭৫ অংশ নিয়েছিল মালয়েশিয়ার গুড ভাইবস মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। শুক্রবার শো চলাকালীন ওই ব্যান্ডের লিড গায়ক ম্যাট হেলি মালয়েশিয়ার গে বিরোধী আইনের সমালোচনা করেছিলেন। জ্বালাময়ী বক্তৃতার পরই তিনি ব্যান্ডের বাস গিটারিস্ট রস ম্যাকডোনাল্ডকে মঞ্চের মধ্যে চুম্বন করতে শুরু করেন। বক্তৃতার সময় ম্যাটকে বলতে শোনা যায়, “যে দেশ কার সঙ্গে যৌনতা করব তা ঠিক করে দেয়, সেখানে দ্য ১৯৭৫-কে আমন্ত্রিত করা অর্থহীন।” চুম্বনের পর তিনি বলেন, “ঠিক আছে। আমাদের যেতে হবে। কুয়ালালামপুর থেকে নিষিদ্ধ হতে হবে আমাদের।”
The 1975 have been banned from performing in Malaysia after frontman Matty Healy kissed bass player Ross MacDonald on-stage.
The three-day music festival has now been cancelled.
— Sky News (@SkyNews) July 22, 2023
ফেস্টিভ্যাল আয়োজকদের তরফে এই কাজের তুমুল সমালোচনা করা হয়েছে। স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আইনকে অবমামনা করার অধিকার কারও নেই বলে সাফ জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই ঘটনার জেরে বাতিল হয়ে গিয়েছে ওই মিউজিক ফেস্টিভ্যাল।