India-Maldives: মুইজ্জুর মুখ পুড়ল এবার, ভারতের প্রশংসায় মলদ্বীপের বিদেশমন্ত্রী

Apr 06, 2024 | 8:12 PM

India-Maldives: মলদ্বীপের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক বহুদিনের। কিন্তু ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ঘুরতে যান। ভারতীয় এই দ্বীপ নিয়ে প্রচার শুরু হতেই গা জ্বালা শুরু হয় মলদ্বীপের। বিশেষ করে সেখানকার প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু হঠাৎই ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। এরপরই দানা বাধে বিতর্ক।

India-Maldives: মুইজ্জুর মুখ পুড়ল এবার, ভারতের প্রশংসায় মলদ্বীপের বিদেশমন্ত্রী
ভারত-মলদ্বীপের সম্পর্ক।

Follow Us

নয়া দিল্লি: মলদ্বীপ সরকারের তরফে ভারতের কাছে অত্যাবশকীয় পণ্যে রফতানির নিষেধাজ্ঞা প্রত্য়াহারের অনুরোধ করা হয়েছিল। ভারত সেই অনুরোধ মেনেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। জানিয়েছে, এবার ভারত থেকে মলদ্বীপে চাল, ডাল, আলু, ডিম, আটার মতো অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী রফতানি করা হবে। মোদী সরকারের এমন মানবিক সিদ্ধান্তের প্রশংসায় মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জামির। সে দেশের প্রেসিডেন্ট মুইজ্জু যখন সবসময় ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েই শান্তি খোঁজেন, সে সময় মুসা জামিরের প্রশংসা কিছুটা হলেও মুখ পোড়াল প্রেসিডেন্টের।

মলদ্বীপের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক বহুদিনের। কিন্তু ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ঘুরতে যান। ভারতীয় এই দ্বীপ নিয়ে প্রচার শুরু হতেই গা জ্বালা শুরু হয় মলদ্বীপের। বিশেষ করে সেখানকার প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু হঠাৎই ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। এরপরই দানা বাধে বিতর্ক।

ভারতের পর্যটকরাও মলদ্বীপ থেকে মুখ ফিরিয়ে লাক্ষাদ্বীপমুখী হতে থাকেন। সেখানকার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনেই জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসে মলদ্বীপে প্রায় ৪১ হাজার পর্যটক গিয়েছিলেন। ২০২৪-এর মার্চে সেই সংখ্যা নামে ২৭ হাজার ২২৪-এ। মলদ্বীপের পর্যটন ব্যবসা কার্যত মুখ থুবড়ে পড়ে।

সে সময় চিন আবার মলদ্বীপের হাত শক্ত করতে ধরতে উঠে পড়ে লাগে। তবে সেসবে খুব লাভ হয়নি। মুখে মিষ্টি আর পাতে মিষ্টি তো এক নয়! পাতে পরলে তবে না পেট ভরবে। সম্প্রতি না খেতে পেয়ে মরতে বসার অবস্থা হয় সে দেশের।

কিন্তু এত কিছুর পরও ভারত মানবতার কর্তব্যপথ থেকে সরেনি। জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণ আলু, পেঁয়াজ, চাল, আটা, চিনি, ডাল মলদ্বীপে রফতানি করবে ভারত। শুধু তাই নয় রফতানি হবে নুড়ি পাথর, নদীর বালিও।

এ নিয়েই এক্স হ্যান্ডেলে জামির ধন্যবাদ জানান। তাঁর দাবি, দুই দেশের যে চুক্তি রয়েছে তা রিনিউ করেছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, দীর্ঘমেয়াদী বন্ধুত্বেরই বার্তা দেন এমন সিদ্ধান্ত।

Next Article