মালে: দেশের ভাঁড়ার ফাঁকা, এদিকে উপকারী প্রতিবেশীর সঙ্গেই ঝগড়া বাঁধিয়েছে মলদ্বীপ। বিপদের সময়ে বরাবরই মলদ্বীপের পাশে দাঁড়িয়েছে ভারত। তবে সেই উপকার ভুলেই মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু বিরোধ শুরু করেছে ভারতের সঙ্গে। মুইজ্জুর এই ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ। মুইজ্জুকে তিনি জেদ ছাড়তে বললেন এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শোধরাতে বললেন আর্থিক প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য।
গত সেপ্টেম্বরে মলদ্বীপে প্রেসিডেন্ট পরিবর্তনের পরই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। মহম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট পদে বসার পরই ভারতীয় সেনা প্রত্য়াহারের নির্দেশ দিয়েছিলেন। এরপর মলদ্বীপ-লাক্ষাদ্বীপের বিতর্ক শুরু হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আরও অবনতি হয়। তবে হঠাৎ দিন দুয়েক আগেই চিন-পন্থী মলদ্বীপের নতুন প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতের কাছ থেকে বকেয়া বিপুল ঋণে ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিলেন।
মুইজ্জুর ভারতের কাছে এই আবেদন জানানোর পরই প্রাক্তন প্রেসিডেন্ট তথা মলদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সদস্য মহম্মদ সোলি বলেন, “আমি দেখলাম মুইজ্জু ভারতের কাছে ঋণে ছাড়ের আবেদন জানিয়েছেন। যদিও দেশের উপরে তৈরি হওয়া আর্থিক সঙ্কট ভারতের ঋণের কারণে হয়নি। তবে আমি নিশ্চিত যে আমাদের প্রতিবেশীরা সাহায্য করবে। আমাদের উচিত এই জেদ দেখানো বন্ধ করা এবং আলোচনা শুরু করা। অনেকে রয়েছেন, যারা আমাদের সাহায্য করতে পারেন। কিন্তু উনি (মুইজ্জু) সমঝোতা করতে চান না। আমার মনে হয় সরকার ধীরে ধীরে এখন পরিস্থিতি বুঝতে পারছে।”
প্রসঙ্গত, মলদ্বীপের ঘাড়ে বিপুল ঋণের বোঝা রয়েছে। চিনের কাছ থেকে ১৮ বিলিয়ন বা ১৮০০ কোটি মলদ্বীপ মুদ্রার ঋণ রয়েছে। ভারতের কাছ থেকেও ৮০০ কোটির ঋণ নিয়েছে মলদ্বীপ। এই ঋণ মেটানোর মেয়াদ ২৫ বছর।
এই বিপুল ঋণের বোঝা প্রসঙ্গে মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট বলেন যে সরকার সাধারণ মানুষকে প্রতারিত করছে। পূর্বতন এমডিপি সরকার যে প্রকল্পগুলির উদ্যোগ নিয়েছিল বা শুরু করেছিল, তাই-ই মুইজ্জু সরকার নতুন করে শুরুর ঘোষণা করছে। মন্ত্রীরা মিথ্যা বলছেন।