Bizarre: রেস্তোরাঁয় কষিয়ে খেয়েই ‘হার্ট অ্যাটাক’! কিন্তু পুলিশ নিয়ে গেল জেলে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 19, 2023 | 4:14 PM

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি স্পেনের ব্লানকা এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। খাওয়ার পর ওয়েটার ৩৭ ডলারের বিল দেন। তখন ওই ব্যক্তি জানান তিনি হোটেলে টাকা ফেলে চলে এসেছেন। তখন তিনি হোটেলে যেতে চান। যদি রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিল না মেটায় তাঁকে যেতে দেননি। তখনই হার্ট অ্যাটাক হওয়ার অভিনয় শুরু করেন অভিযুক্ত।

Bizarre: রেস্তোরাঁয় কষিয়ে খেয়েই হার্ট অ্যাটাক! কিন্তু পুলিশ নিয়ে গেল জেলে
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

মাদ্রিদ: রেস্তোরাঁয় গিয়ে অর্ডার করেন বিভিন্ন রকমের খাবার। তার পর সেই সব খাবার রসিয়ে খান। খাওয়া দাওয়া শেষ হলে যখন খাবারের দাম মেটানোর সময় আসে, তখনই অসুস্থতার ভান শুরু হয়ে যায়। তখন এমন পরিস্থিতির তৈরি করেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁর থেকে টাকা কী নেবেন, উল্টে তাঁর চিকিৎসার ব্যবস্থা করাতে তৎপর হয়ে পড়েন। সেই সুযোগে খাবারের দাম দিতে হয় না। এ রকমই কাজই করে বেড়ান স্পেনের এক ব্যক্তি। প্রায় ২০টি রেস্তোরাঁয় তিনি এ ভাবে প্রতারণা করেছেন বলে অভিযোগ। অবশেষে পুলিশ ধরেছে তাঁকে। এর পরই স্থানীয় রেস্তোরাঁগুলিতে ওই ব্যক্তির ছবি পাঠিয়ে সতর্ক করা হয়েছে। এই কাজ করে এলাকায় রীতিমতো কুখ্যাত হয়ে উঠেছেন ওই ব্যক্তি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি স্পেনের ব্লানকা এলাকার বাসিন্দা। সম্প্রতি তিনি একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। খাওয়ার পর ওয়েটার ৩৭ ডলারের বিল দেন। তখন ওই ব্যক্তি জানান তিনি হোটেলে টাকা ফেলে চলে এসেছেন। তখন তিনি হোটেলে যেতে চান। যদি রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিল না মেটায় তাঁকে যেতে দেননি। তখনই হার্ট অ্যাটাক হওয়ার অভিনয় শুরু করেন অভিযুক্ত। এবং অ্যাম্বুল্যান্স ডজাকতে অনুরোধ করেন। যদিও এই ঠগবাজের এই নাটকে মন ভেজেনি রেস্তোরাঁ কর্তৃপক্ষের। তাঁরা খবর দেন পুলিশকে।

এ নিয়ে রেস্তোরাঁর ম্যানেজার বলেছেন, “হঠাৎই মাটিতে পড়ে গেলেন ওই ব্যক্তি। অসুস্থতার ভান করতে লাগলেন। আমরাও অবাক হলাম।” এর পর পুলিশ এসে সত্য উদঘাটন করে। অতীতে বিভিন্ন জনের থেকে ওই ব্যক্তির নামে অভিযোগ এসেছিল পুলিশের কাছে। এ দিন হাতেনাতে ধরা পড়েন তিনি। ওই রেস্তোরাঁর ম্যানেজার জানিয়েছেন, সব রেস্তোরাঁয় প্রতারকের ছবি পাঠিয়ে দিয়েছেন তাঁরা। যাতে ভবিষ্যতে এই ঘটনা তাঁরা আর ঘটাতে না পারেন।

Next Article