Rent for Gold Fish: গোল্ড ফিশ রাখার জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা বাড়ি ভাড়া! বিল দেখে হতবাক নেট দুনিয়া

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 05, 2023 | 8:05 PM

Rent for Gold Fish: গোল্ড ফিশ রাখার জন্য অতিরিক্ত ভাড়া দিতে হয় এক ব্যক্তিকে। ভিডিয়ো করে টিকটকে এই বিষয়ে জানান ভ্লগার নিক।

Rent for Gold Fish: গোল্ড ফিশ রাখার জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা বাড়ি ভাড়া! বিল দেখে হতবাক নেট দুনিয়া
প্রতীকী ছবি

Follow Us

নিউ ইয়র্ক: অনেকেরই নিজস্ব কোনও স্থায়ী ঠিকানা থাকে না। তাঁরা কোনও কোনও বাড়িতে ভাড়া থাকেন। তার জন্য বাড়িওয়ালাকে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় তাঁদের। এটাই স্বাভাবিক। আর সেই বাড়িতে পোষ্য রাখা যাবে কি না তা আগে থেকেই বাড়িওয়ালা জানিয়ে দিয়ে থাকেন। তবে পোষ্য রাখার জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা নিতে দেখা গেল। পোষ্য কী ছিল তা জানলে অবাক হবেন আরও। বাড়িতে গোল্ড ফিশ রাখতেন ভাড়াটে। আর তার জন্যই অতিরিক্ত ২০০ ডলার (১২ হাজার টাকা) বাড়িওয়ালাকে দিতে হত সেই ভাড়াটেকে। আর মাসিক অতিরিক্ত ১৫ ডলার (৯৩০ টাকা) দিতে হয় বাড়িওয়ালাকে।

সম্প্রতি আমেরিকার এক ভ্লগারের একটি ভিডিয়ো টিকটকে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে নিক তাঁর মাসিক বাড়ি ভাড়ার একটি স্ক্রিনশট শেয়ার করেন। এবং মাস গেলে অতিরিক্ত টাকা দেওয়ার জন্য বাড়িওয়ালার উপর নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। নিক টিকটকে ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “এখন তাঁরা পোষ্য হিসেবে মাছ রাখার জন্যও অতিরিক্ত ভাড়া চাইছেন।”

এখন বাড়ি ভাড়া বাবদ মাসিক টাকা দেওয়ার পাশাপাশি গোল্ড ফিশের জন্য নিককে এককালীন ১২ হাজার টাকা দিতে হয়। আর মাসিক ১৫ ডলার (৯৩০ টাকা) টাকা দিতে হয় নিককে। এমনকী বাড়িওয়ালা জানিয়েও দিয়েছেন, কোনও ভয়ঙ্কর ব্রিড রাখা যাবে না। নিকের মতোই তাঁর অনুরাগীরা কিছুটা অবাকই হয়েছেন এই গোল্ড ফিশের ভাড়া দেখে। সেই পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন, “ভাবতেই পারিনি ফিশের জন্য অনুমতি নিতে হয়েছে।” এদিকে সেই পোস্টেই অনেকে নিজেদের ভাড়ার বিষয়ে শেয়ার করা শুরু করেন।

 

Next Article