US Mass Shooting: মায়ের সামনেই হাসপাতালের ওয়েটিং রুমে বন্দুক নিয়ে চড়াও যুবক, এলোপাথাড়ি গুলিতে নিহত ১

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 04, 2023 | 8:05 AM

Gunman Attack: বন্দুকবাজের হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। নিহত ও আহতরা সকলেই মহিলা। মেডিক্যাল সেন্টারের ওয়েটিং রুমে গুলি চলে।

US Mass Shooting: মায়ের সামনেই হাসপাতালের ওয়েটিং রুমে বন্দুক নিয়ে চড়াও যুবক, এলোপাথাড়ি গুলিতে নিহত ১
সিসিটিভিতে ধরা পড়ে অভিযুক্ত।

Follow Us

আটলান্টা: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা (USA Mass Shooti9ng)। একের পর এক শহরে ক্রমাগত হামলা চলছে হামলা। এবার হামলা চলল আমেরিকার আটলান্টা (Atlanta) শহরে। সেখানের একটি মেডিক্য়াল সেন্টারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ (Gunman)। গুলির আঘাতে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও চারজন। ইতিমধ্য়েই সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ। তবে হামলার পরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।

আটলান্টা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্য় রাতে, সাড়ে ১২টা নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। খবর আসে, আটলান্টা শহরের একটি মেডিক্য়াল সেন্টারে গুলি চলছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বন্দুকবাজকে গ্রেফতার করার চেষ্টা করা হলেও, সে মেডিক্যাল সেন্টারের পিছনের একটি দরজা দিয়ে পালিয়ে যায়।

আটলান্টা পুলিশ দফতরের তরফে একাধিক টুইট করে গোটা ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বন্দুকবাজের হামলায় একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। নিহত ও আহতরা সকলেই মহিলা। মেডিক্যাল সেন্টারের ওয়েটিং রুমে গুলি চলে। হামলার সময়ে ওই রুমে বন্দুকবাজের মা-ও উপস্থিত ছিলেন, কিন্তু তাঁর উপরে গুলি চালায়নি যুবক।

সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তের নাম ডিওন প্যাটারসন (২৪)। মুখে মাস্ক, পিঠে বাদামী রঙের একটি ব্যাকপ্যাক নিয়ে এসেছিল অভিযুক্ত। হামলার পরই পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় ডিওন। পার্কিং লটে রাখা একটি গাড়ি চুরি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ওই চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হলেও, অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি এখনও।

Next Article