Earthquake: ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পন সিরিয়াতেও, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 06, 2023 | 12:34 PM

Turkey Earthquake: এখনও অবধি প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির তথ্য জানানো না হলেও, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে একাধিক বিল্ডিং, রাস্তাঘাট ভেঙে পড়ার দৃশ্য় দেখা গিয়েছে।

Earthquake: ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পন সিরিয়াতেও, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপ। ছবি টুইটার

Follow Us

আনকারা: সপ্তাহের শুরুতেই ভয়াবহ ভূমিকম্প (Earthquake)।  সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক (Turkey)। সোমবার সকালে দক্ষিণ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর কয়েক মুহূর্ত পরই ফের একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৭। পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হওয়ায় ব্য়াপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও অবধি কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনই আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, সোমবার ভোররাতে শক্তিশালী ভূমিকম্প হয়। প্রথম ভূমিকম্পটি দক্ষিণ তুরস্কে অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। রাস্তাঘাটেও ফাটল দেখা দিয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

এই ভূমিকম্পের কয়েক মিনিটের মধ্যেই ফের একবার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭।  মার্কিন জিওলজিক্যাল সার্ভের  তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ান্তেপ প্রদেশের নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার দূরে। ভূপৃষ্ঠ থেকে ১৭.৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এর কয়েক মিনিট পরই মধ্য় তুরস্কেও ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৯.৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল।

এখনও অবধি প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির তথ্য জানানো না হলেও, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে একাধিক বিল্ডিং, রাস্তাঘাট ভেঙে পড়ার দৃশ্য় দেখা গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। একাধিক মানুষের মৃত্য়ুর আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিরিয়া ও ইয়েমেনেও অনুভূত হয়েছে।

Next Article