Chinese Changsha Fire: আকাশচুম্বী অগ্নিস্তম্ভ, দাউ দাউ দহনে তীব্র আতঙ্ক চিনে, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 16, 2022 | 11:18 PM

Skyscraper fire in China's Changsha: শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল চিনের একটি ৬৫০ ফুট দীর্ঘ আকাশচুম্বী বহুতল ভবন। ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন।

Chinese Changsha Fire: আকাশচুম্বী অগ্নিস্তম্ভ, দাউ দাউ দহনে তীব্র আতঙ্ক চিনে, দেখুন ভিডিয়ো
৬৫০ ফুট দীর্ঘ আকাশচুম্বী বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

Follow Us

বেজিং: যেন আকাশের দিকে উঠে গিয়েছে একটি অগ্নিস্তম্ভ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চিনে একটি ৬৫০ ফুট দীর্ঘ আকাশচুম্বী বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এমনই দৃশ্য সৃষ্টি হল। অগ্নিকাণ্ডটি ঘটেছে চিনের দক্ষিণ হুনান প্রদেশের চাংশা শহরে। ভবনটি রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন সংস্থা ‘চায়না টেলিকম’এর কার্যালয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তবে, স্থানীয় প্রতিবেদন অনুসারে ভবনটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ আহত হলেও, কেউ নিহত হননি। তবে, অপ্রাকৃতিক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখানোর কুখ্য়াতি রয়েছে বেজিং-এর।

ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা যায়নি। তবে, হুনান ফায়ার ডিপার্টমেন্টের প্রাথমিক তদন্ত অনুসারে, ৪২ তলা ভবনটির বাইরের যে ‘ক্ল্যাডিং’ বা পরত থাকে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। সেই সঙ্গে টেলিপমিউনিকেশনের সার্ভারের জন্য প্রায় ৩৫ টন জ্বালানী ওই ভবনে রাখা ছিল। যা থেকে দ্রুত একের পর এক তলে আগুন ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত দমকলের ৩৬টি ইঞ্জিন এবং ২৮০ জন দমকলকর্মী অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।


ঘটনার বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেগুলিতে দেখা যাচ্ছে, ঘন কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গিয়েছে। সেই সঙ্গে আকাশচুম্বি ভবনটির একটি বড় অংশ, বেশ কয়েকটি তলে কমলা রঙের ভয়াবহ অগ্নিশিখা দেখা যায়। আরেকটি ভিডিয়োতে আতঙ্কিত অফিস কর্মীদের জ্বলন্ত বিল্ডিং থেকে বেরিয়ে আসার জন্য দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা গিয়েছে। চিনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে প্রথমে বলা হয়েছিল, “ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে এবং কয়েক ডজন তল ভয়াবহভাবে জ্বলছে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন।” পরে তারা জানায়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওই বহুতলের কয়েক ডজন তল “ভয়াবহভাবে পুড়ে গিয়েছে।”


চিনের হুনান প্রদেশের রাজধানী হল এই চাংশা শহর। শহরটি অত্যন্ত জনবহুল, জনসংখ্যা প্রায় ১ কোটি। রাজ্যের বৃহত্তম শহরের কেন্দ্রস্থলে ওই আকাশচুম্বী আগুনের স্তম্ভ, এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। এই ভবনটি থেকে আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারে, বলে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত দমকল কর্মীদের প্রচেষ্টায় বিপদ বাড়েনি।

Next Article