Aitana: চাবুক ফিগার দেখিয়ে মাসে ৯ লক্ষ টাকা আয় আইটানার, দেখার আগে চিনে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 03, 2023 | 7:00 AM

AI Model: ফ্যাশন শো হোক কিংবা কর্পোরেট মিটিং, শোয়ের ডিরেক্টরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন আইটানা। নিমেষে পোশাক বদলে পরের শো’র জন্য তৈরি হয়ে যান। যে কোনও পোশাকে, যে কোনও জায়গায় আইটানা স্বচ্ছন্দ। রক্ত-মাংসের মডেলদের মতো তার কোনও বায়নাক্কা বা শর্ত নেই। এমন একজন মডেলকে নিয়ে ডিজাইনাররা পছন্দ করবেনই! 

Aitana: চাবুক ফিগার দেখিয়ে মাসে ৯ লক্ষ টাকা আয় আইটানার, দেখার আগে চিনে নিন
AI মডেল আইটানা।
Image Credit source: Facebook

Follow Us

প্যারিস: কৃত্রিম বুদ্ধিমত্তা যবে থেকে এসেছে, তবে থেকেই মনের কোণে দানা বাঁধছিল ভয়। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর চাকরির বাজারে বিপর্যয় নেমে আসে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ঠেলায় চাকরি খোয়ান লক্ষ লক্ষ মানুষ। কাস্টমার সাপোর্ট থেকে শুরু করে ব্যাঙ্কিং সেক্টরে একাধিক পদে কোটি কোটি কর্মীদের চাকরি কেড়ে নিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনটাই শঙ্কা প্রকাশ করা হয়েছিল। তবে এবার এমন এক পেশাতেও থাবা বসাল এআই, যা কেউ কল্পনাও করতে পারেনি। তা হল মডেলিং। হ্যাঁ, ঠিকই দেখছেন। মডেলিং করছে এআই মডেল। চাবুক ফিগার, টানা টানা চোখ, গোলাপি চুল- দেখে বোঝাই সম্ভব নয় এ আসল মেয়ে নয়, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে (Artificial Intelligence) গড়া মডেল। মাসে ৯ লক্ষ টাকা আয়ও করছে মডেলিং করে!

এই মুহূর্তে বিশ্বের সবথেকে আলোচিত মডেল হল আইটানা (Aitana)। স্পেন তৈরি করেছে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে গড়া মডেল।  ছিপছিপে চেহারা, গোলাপি চুল, টানা চোখে হাজার হাজার মানুষের বুকে ঝড় তুলছে আইটানা। শুধু সৌন্দর্য্যই নয়, আইটানার জনপ্রিয়তা আরেকটি কারণ হল তাঁর অসম্ভব পেশাদারিত্ব। ফ্যাশন শো হোক কিংবা কর্পোরেট মিটিং, শোয়ের ডিরেক্টরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন আইটানা। নিমেষে পোশাক বদলে পরের শো’র জন্য তৈরি হয়ে যান। যে কোনও পোশাকে, যে কোনও জায়গায় আইটানা স্বচ্ছন্দ। রক্ত-মাংসের মডেলদের মতো তার কোনও বায়নাক্কা বা শর্ত নেই। এমন একজন মডেলকে নিয়ে ডিজাইনাররা পছন্দ করবেনই!

জানা গিয়েছে, ন্যানকি নামে একটি মেশিন লার্নিং টুল ব্যবহার করে আইটানাকে তৈরি করেছে স্পেনের একটি সংস্থা। স্পোর্টস সাপ্লিমেন্ট ও মেকআপ কিট সংস্থার হয়ে আইটানা মডেলিং কেরিয়ার শুরু করে। মাত্র ৬ মাসের মধ্যে ৮টি ব্র্যান্ডের মডেলিং করছে আইটানা। পাশাপাশি চারটে র‌‌্যাম্প ওয়াকও করেছে। এমনকী, নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি কর্পোরেট শো- হোস্টও করেছে।

গত মাসে একটি পর্ন ওয়েবসাইটও আইটানার মুখ ব্যবহার করে প্রচার শুরু করেছে। শুধু এই কাজের জন্যই আইটানা পারিশ্রমিক পেয়েছে ৩০ হাজার পাউন্ড। মাসে তার আয়৯ লাখ টাকা। তবেকখনও কখনও সেটা ১৫ লক্ষ বা ১৮ লক্ষতেও পৌঁছয়।

Next Article