AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chinmoy Krishna Das: বাহ্ বাংলাদেশ বাহ্! আইনজীবীর হত্যায় পুলিশের হেফাজতে থাকা চিন্ময় দাসকে অভিযুক্ত করলেন ইউনূস

Chinmoy Krishna Das: গতবছরের ২৫ নভেম্বর দেশদ্রোহিতা ও বাংলাদেশের পতাকাকে অবমাননার অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেয়।

Chinmoy Krishna Das: বাহ্ বাংলাদেশ বাহ্! আইনজীবীর হত্যায় পুলিশের হেফাজতে থাকা চিন্ময় দাসকে অভিযুক্ত করলেন ইউনূস
চিন্ময় কৃষ্ণ দাস (ফাইল ফোটো)Image Credit: Social Media
| Updated on: Jul 02, 2025 | 12:22 PM
Share

ঢাকা: গত ৭ মাসের বেশি জেলবন্দি তিনি। সেই হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে এবার বাংলাদেশের এক আইনজীবীকে খুনের ঘটনায় জড়াল ইউনূস প্রশাসন। অথচ সইফুল ইসলাম আলিফ নামে ওই আইনজীবীকে খুনের ঘটনার সময় পুলিশের হেফাজতে ছিলেন চিন্ময় কৃষ্ণ। সেই খুনের মামলার চার্জশিটেই এই হিন্দু সন্ন্যাসীর নাম রেখেছে বাংলাদেশের পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মাহফুজুর রহমান গত চার্জশিট জমা দিয়েছেন। আইনজীবীকে খুনের মামলার সেই চার্জশিটে ৩৮ জনের নাম রয়েছে। অভিযুক্তদের তালিকায় সবার উপরে রয়েছে চিন্ময় কৃষ্ণের নাম। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ৩৮ জনের মধ্যে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১৮ জন পলাতক।

আইনজীবীকে খুনের সময় পুলিশের হেফাজতে ছিলেন চিন্ময় কৃষ্ণ-

গতবছরের ২৫ নভেম্বর দেশদ্রোহিতা ও বাংলাদেশের পতাকাকে অবমাননার অভিযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। পরদিন চট্টগ্রাম আদালত চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করে দেয়। তাঁকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখান অনেকে।

বিক্ষোভকারীরা সেইসময় কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ। সেই বিক্ষোভের সময়ই খুন হন আইনজীবী সইফুল ইসলাম। সেই বিক্ষোভের সময় পুলিশের হেফাজতে প্রিজন ভ্যানে ছিলেন বাংলাদেশের সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ। অথচ পুলিশ বলছে, প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে হিংসায় উসকানি দিয়েছেন এই হিন্দু সন্ন্যাসী। তাই তাঁকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

গত বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে পদ্মাপারের দেশে সংখ্যালঘুদের উপর লাগাতারা হামলা চলছে বলে অভিযোগ। হাসিনার পদত্যাগের ৩ দিনের মাথায় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন হয় বাংলাদেশে। তারপর হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলা আরও বাড়ে। এর বিরুদ্ধে সরব হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ। তারপরই নভেম্বরে দেশদ্রোহিতা ও বাংলাদেশের পতাকাকে অবমাননার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।